আইন-আদালত

নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবি’র মামলার চার্জ গঠণের জন্য ১৫ মার্চ সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের কর্মীর ১০০ কোটি টাকার মানহানি মামলার চার্জ গঠণের জন্য আগামী ১৫ মার্চ সময় নির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের কর্মী ফারজানা আক্তারকে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২-এর আওতাধীন দমদমিয়া চেকপোস্টে অন্যদের সঙ্গে অটোরিকশার যাত্রী ব্লাস্টের নারী কর্মীকেও তল্লাশি করেন বিজিবির সদস্যরা। ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তাঁর বক্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করে। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে বিজিবি। টেকনাফের দমদমিয়া চেকপোস্টের বিজিবি সুবেদার মোহাম্মদ আলী মোল্লা ওই মামলার বাদী।

মামলাটি আমলে নেওয়ার পর আদালত সাত কার্যদিবসের মধ্যে সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। সেই নির্দেশনায় মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) শরিফুল ইসলাম। তিনি ২০২০ সালের ২২ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ১৪ জানুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হাজির হয়ে ওই নারী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। এবং বৃহস্পতিবার (১১ মার্চ) মামলার নির্ধারিত দিন ছিল।

ফারজানার আইনজীবী আবদুর শুক্কুর জানান, তার মোয়াক্কেল স্থায়ী জামিন হয়েছে। ১৫ মার্চ চার্জ গঠণের তারিখ নির্ধারণ হলে তা না করার আবেদন করবে।

বিজিবির আইনজীবী সাজ্জাদুল করিম জানান, চার্জ গঠণের তারিখ মানে বিচারিক কাজে প্রাথমিক কার্যক্রম শুরু হল।

nupa alam

Recent Posts

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

12 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

17 hours ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

17 hours ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

2 days ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

3 days ago