টেকনাফ প্রতিনিধি : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা অপহরণকারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ৬৪৮ নম্বর শেডের ৬/৭ নম্বর কক্ষের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) এবং একই ক্যাম্প ও ব্লকের ১২৩০ নম্বর শেডের ৪ নম্বর কক্ষের মৃত জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।

অপহরণের শিকার সাইফুল ইসলাম (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘পুতিয়া গ্রুপের’ সদস্য।

এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ১২৩১ নম্বর শেডের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামকে একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

” এপিবিএন সদস্য অভিযানের মুখে দূর্বৃত্তরা অপহৃতকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন এর অভিযান অব্যাহত ছিল। “

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” সোমবার দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। “

এসপি তারিকুল জানান, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

nupa alam

Recent Posts

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…

22 mins ago

জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান

শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…

4 hours ago

শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…

4 hours ago

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

23 hours ago

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

1 day ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

4 days ago