এক্সক্লুসিভ

অপহরণের ঘটনায় ২ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা অপহরণকারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ৬৪৮ নম্বর শেডের ৬/৭ নম্বর কক্ষের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) এবং একই ক্যাম্প ও ব্লকের ১২৩০ নম্বর শেডের ৪ নম্বর কক্ষের মৃত জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।

অপহরণের শিকার সাইফুল ইসলাম (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।

এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘পুতিয়া গ্রুপের’ সদস্য।

এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ১২৩১ নম্বর শেডের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামকে একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

” এপিবিএন সদস্য অভিযানের মুখে দূর্বৃত্তরা অপহৃতকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন এর অভিযান অব্যাহত ছিল। “

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” সোমবার দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। “

এসপি তারিকুল জানান, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

nupa alam

Recent Posts

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

56 mins ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

1 hour ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

19 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

1 day ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

1 day ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

2 days ago