টেকনাফ প্রতিনিধি : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা অপহরণকারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ৬৪৮ নম্বর শেডের ৬/৭ নম্বর কক্ষের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) এবং একই ক্যাম্প ও ব্লকের ১২৩০ নম্বর শেডের ৪ নম্বর কক্ষের মৃত জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।
অপহরণের শিকার সাইফুল ইসলাম (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।
এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘পুতিয়া গ্রুপের’ সদস্য।
এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ১২৩১ নম্বর শেডের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামকে একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
” এপিবিএন সদস্য অভিযানের মুখে দূর্বৃত্তরা অপহৃতকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন এর অভিযান অব্যাহত ছিল। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” সোমবার দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। “
এসপি তারিকুল জানান, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…