কক্সবাজার সরকারি কলেজ : অনার্স ১৩ বিষয়ে হলেও মাস্টার্স ৬টিতে

নুপা আলম : কক্সবাজার জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে অনার্সে ১৩ বিষয় থাকলেও মাস্টার্স করার সুযোগ রয়েছে মাত্র ৬ টি বিষয়ে। ফলে ৭ টি বিষয়ে অনার্স উত্তীর্ণ শিক্ষার্থীরা পাচ্ছেন না উচ্চতর ডিগ্রী মাস্টার্স অর্জনের সুযোগ। তার সাথে ডিগ্রী পাস উত্তীর্ণ শিক্ষার্থীরাও মাস্টার্স অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে বর্তমানে অধ্যয়নরত অনন্ত সাড়ে ৮ হাজারের বেশি শিক্ষার্থীর মাস্টার্স বঞ্চিত হওয়ার আশংকা তৈরি হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজে বর্তমানে ১৩ টি বিষয়ে অনার্স করার সুযোগ রয়েছে। বিষয় সমুহ হল, বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, গণিত, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, পদার্থ বিদ্যা, রসায়ন ও প্রাণি বিজ্ঞান। যে ১৩ বিষয়ে আসন সংখ্যা মোট ১৪৬১ টি। যেখানে ৪ টি বর্ষে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী মোট ৫ হাজার ৬৬৫ জন।

প্রাপ্ত তথ্য মতে, ৪ টি বর্ষে বাংলা বিষয়ে মোট ৪০১ জন, রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে মোট ৫৬৭ জন, হিসাব বিজ্ঞান বিষয়ে মোট ৮৫১ জন, উদ্ভিদ বিজ্ঞানে মোট ২৯৭ জন, অর্থনীতিতে মোট ৬৯১ জন , ব্যবস্থাপনায় মোট ৮০৮ জন, গণিতে মোট ৪২৪ জন, ইংরেজিতে মোট ৩৬৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মোট ৩৬৩ জন, ইতিহাসে মোট ৬২৩ জন, পদার্থ বিদ্যায় ৯১ জন, রসায়নে ৯৪ জন ও প্রাণি বিজ্ঞানে ৯১ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

অথচ অনার্সের ১৪৬১ টি আসনের বিপরীতে মাস্টার্সে আসন সংখ্যা রয়েছে মাত্র ৫৬০ টি। এতে অনার্স করার সুয়োগ রয়েছে ৬ টি বিষয়ে। বিষয় সমুহ হল বাংলা, রাষ্ট্র বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই ৬ টি বিষয়ে বর্তমানে অধ্যনয়রত শিক্ষার্থী ৮১১ জন। যার মধ্যে ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ৪৩৪ জন আর ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ৩৭৭ জন।

কক্সবাজার সরকারি কলেজে এখনো চালু করা হয়নি ব্যবস্থাপনা, গণিত, ইংরেজি, ইতিহাস, পদার্থ বিদ্যা, রসায়ন ও প্রাণি বিজ্ঞান বিষয়ে মাস্টার্স। অনার্সের পাশাপাশি বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস এ বর্তমানে ৩ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ফলে অনার্স ও ডিগ্রী পাস উত্তীর্ণ হওয়ার পর সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর মাস্টার্স বঞ্চিত হওয়ার আশংকা তৈরী হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান জানান, অনার্স ও ডিগ্রী পাসে যে শিক্ষার্থী রয়েছে তার বিপরীতে মাস্টার্স করার সুযোগ নেই। এতে অধ্যয়নরত সাড়ে ৮ হাজারের বেশি শিক্ষার্থী মাস্টার্স করতে পারবে না। বিষয়টি বিবেচনা করে আরো ৪ টি বিষয়ে দ্রুত মাস্টার্স চালু করতে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। বিষয় সমুহ হল ব্যবস্থাপনা, গণিত, ইংরেজি ও ইতিহাস।

তিনি জানান, পর্যায়ক্রমে ১৩ টি বিষয়েই মাস্টার্স চালু করা দরকার। একই সাথে মাস্টার্সে আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন রয়েছে। কেননা অনার্সে পাশাপাশি ডিগ্রী পাসের শিক্ষার্থীদেরও মাস্টার্স করতে হবে। আসন না বাড়ালে এটা সম্ভব না। এর জন্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago