নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের কলাতলি মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপা দেয়ার ঘটনায় আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে; এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এখনো ঘটনায় আহত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাত ১১ টায় কক্সবাজার শহরের কলাতলি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সপার মো. রফিকুল ইসলাম।

নিহতরা হল, কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলি এলাকার লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬৫), রোটারী ক্লাব অব ঢাকা আরবানার সাবেক সভাপতি ও নৌ-স্কাউটার মোহাম্মদ শাহদাত হোসেন (৪১) এবং কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য ও চকরিয়ার বদরখালি এলাকার বাসিন্দা মোহাম্মদ ওসমান গণি (৪৮)।

এদের মধ্যে আইনজীবী ওসমান গণি’র রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আহতরা হল, উখিয়া উপজেলার কোটবাজার এলাকার বাসিন্দা আব্দুল আমিনের ছেলে অটোরিক্সা চালক জসিম উদ্দিন (২৫), একই এলাকার বশরত আলীর ছেলে মোহাম্মদ মুজিব (৪৫), কক্সবাজারস্থ ট্যুর গাইড কর্মি শফিউল্লাহ’র ছেলে মো. জিকু (৩০), মহেশখালী উপজেলার আবুল কাশেমের ছেলের মো. জয়নাল (৩৫) ও আবুল হোসেন (৪৫), আবুল হোসেনের ছেলে মো. রাশেদুল (১৬)।

তবে আহত অন্য ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, রাতে কক্সবাজার শহরের কলাতলি মোড়ে ঢালু থেকে নামার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা অটোরিক্সা, ইজিবাইক ও মোটর সাইকেলসহ কয়েকটি গাড়ী চাপা দেয়। এতে কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়ে এবং ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়।

” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা। পরে পুলিশ ও উদ্ধার কর্মিদের পাশাপাশি স্থানীয় জনতার সহায়তায় গাড়ী চাপা অবস্থায় পড়ে থাকা ২ জনের মৃতদেহ এবং ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এতে আহত হয় অন্তত আরো ৫/৬ জন। এসময় চালক ও সহকারি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। “

পরে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জেলা পুলিশের এ মুখপাত্র।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশেকুর রহমান বলেন, রাতে দুর্ঘটনার পর ২ জনকে মৃত অবস্থায় এবং ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩ জন গুরুতর এবং ৭ জন সামান্য আহত হয়েছে।

আহতদের মধ্যে ওসমান গণি নামের একজনকে রাতেই আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও অন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেন জরুরি বিভাগের এ চিকিৎসক।

কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ওসমান গণি রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মৃতদেহ কক্সবাজারে চকরিয়ার বদরখালিস্থ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago