ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে বস্তা ও শপিং ব্যাগের ভেতর থেকে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব ১৫।
শনিবার ভোররাতে সদর ইউপি বরইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউপি উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) একই এলাকার ফজল আহমেদের ছেলে জামাল হোসেন (৩৬)।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সদর ইউপি বরইতলী এলাকার বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে সড়কের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিংব্যাগ তল্লাশী করে ৪৯ হাজার ৫শ’ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে;…
জাহাঙ্গীর আলম ছিদ্দিকী : লেখক, কলামিস্ট ও শিক্ষক, দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষার্থীর নাম :…
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…