বাংলা ট্রিবিউন : সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে আরও চার কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চাইছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
৩ কোটি ডোজ ক্রয় চুক্তির আওতায় এরই মধ্যে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে সেরামের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম।
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, আলোচনা চলছে। দেখা যাক কী হয়।
এই বিষয়ে সেরামের মন্তব্য জানতে চাইলে সাড়া পাওয়া যায়নি।
স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসে প্রথম চালানে ১ কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আবদুল মান্নান জানান, ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।
বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, অতিরিক্ত ডোজের কোনও অর্ডার আমাদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে ৩ কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকারের উপর নির্ভর করছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…