প্রেস বিজ্ঞপ্তি : তরুণ প্রজন্মকে বিজ্ঞানে আগ্রহী করার আহবানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্টিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১। জেলা পর্যায়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাই স্কুল।
কক্সবাজারের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী মিলনায়তনে অনুষ্টিত এই বিতর্ক উৎসবে রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। একই দলের দলনেতা খালেদ বিন রশিদ সেরা তার্কিক নির্বাচিত হয়েছে। কক্সবাজার সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ একেএম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর অধ্যক্ষ ছৈয়দ করিম, কক্সবাজার সরারি কলেজের শিক্ষক মিঠুন চক্রবর্তী, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সমকাল কক্সবাজার অফিস প্রধান আবু তাহের।
অনুষ্টানে বক্তারা বলেন- উন্নত দেশ গড়তে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে। ব্যাপক ভাবে বিতর্ক উৎসব আয়োজনে তাদের মধ্যে যুক্তিবাদী মনন তৈরি করতে হবে।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্টিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী। বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাই স্কুল। দলের পক্ষে ৩ তার্কিক রেহেনুমা কামাল কাশপিয়া (দলনেতা), রোদসী হোসাইন হৃদি এবং হুসবিন আরোয়া দৌলনা অনবদ্য যুক্তিতর্ক উপস্থাপন, প্রতিপক্ষের বক্তব্য খন্ডন করে এই বিজয় ছিনিয়ে নেয়। অনুষ্টান শেষে বিজয়ী, রানারআপ দল এবং অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বিতর্ক উৎসবে জেলার ৪টি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান কক্সবাজার মডেল হাই স্কুল, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী অংশ গ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…