ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে প্রায় তিন কোটি টাকার মূল্য মানের দুই কেজি শক্তিশালী মাদক আইসসহ আব্দুল্লাহ নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে মাদক আইসসহ তাকে আটক করা হয়।
আটক মোঃ আব্দুল্লাহ হ্নীলা ইউপি জাদিমুড়া এলাকার গোলাল নবীর ছেলে।
বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, অনেকদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজরদারী বাড়ানো হয়েছে। উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা ও পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে দুই কেজি আইসসহ মো: আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয়।এসময় তার এক সহযোগী কৌশলে আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস।যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বুহুগুন শক্তিশালী বলে জানান তিনি। যা ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত আইসের যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও জানান, এর আগে ঢাকায় ৬শ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এ ঘটনায় আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…