নিজস্ব প্রতিবেদক : মহেশখালী থেকে অপহৃত মোজাহিদ মিয়া (১৬) নামের এক শিশুকে ৩ মাস পর উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে রোজিনা আক্তার নামের এক নারীকে।
অপহৃত শিশু মহেশখালী উপজেলার পৌরসভাধীন গোরকঘাটা সিকদার পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে মোজাহিদ মিয়া (১৬)।
গ্রেফতার টেকনাফ উপজেলার শামলাপুরের মৃত জহির আলম এর মেয়ে রোজিনা আক্তারের দেয়া তথ্য মতে মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের টু-ডব্লিউ ক্যাম্প এ ডি /৪/ ডি, ব্লকের রোহিঙ্গা বশির আহমদ এর ঘরে অভিযান চালিয়ে মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়।
বুধবার বিকালে মহেশখালী থানায় এক প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মোঃ জাহিদুল ইসলাম জানান, মোজাহিদ মিয়ার বাবা আবদুল গফুর বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০০৩) ধারায় মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। এর পর পুলিশের একটি টিম অনুসন্ধান অব্যাহত রাখে। এর মধ্যে গ্রেফতার রোজিনা আক্তার মুক্তিপন দাবী করে মোজাহিদ মিয়াকে ছেড়ে দেবে বলে। এসময় কৌশলে রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পরে রোজিনা আক্তারকে ১ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রোজিনা আক্তারের দেয়া তথ্য মতে তাকে নিয়ে মহেশখালী থানা পুলিশ মোজাহিদ মিয়াকে উদ্ধার করে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…