নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ক্রীড়ার উন্নয়নে কক্সবাজারকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য অবকাঠামো গড়ে তোলাসহ নানা ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এতে খেলাধুলার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।
বুধবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্প্রসারণ কাজ এবং জেলা ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ আহসান বলেন, কক্সবাজারে ক্রীড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে রামুতে গড়ে তোলা হচ্ছে বিকেএসপি’র একটি আঞ্চলিক কমপ্লেক্স। এটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অসমাপ্ত কাজ বাস্তবায়নের পাশাপাশি নতুন করে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। পরে তিনি স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। সবশেষে জেলা ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং বীরশ্রেষ্ঠ রুহল আমিন স্টেডিয়ামের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…