নাফনদীতে জেগে ৭ চর, হচ্ছে ভরাট

নুপা আলম : বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নদী নাফ। ৬৩ কিলোমিটার নদীটিতে ক্রমাগত জেগে উঠছে একের পর এক চর। হচ্ছে ভরাটও। এতে জেলেরা পড়েছে ভোগান্তিতে। একই সঙ্গে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাতায়তকারি পর্যটনবাহি জাহাজ চলাচলেও পড়তে হচ্ছে সমস্যার। এতে জাহাজ সমুহ মিয়ানমার সীমান্ত হয়ে চলাচল করে থাকে। যা নিয়ে জটিলতার আশংকা করছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর সংশ্লিষ্টরা বলছেন, নাফনদী নিয়ে একটি সমীক্ষ চালানো হয়েছে। নাফনদীর গভীরতা ফেরাতে প্রকল্প নেয়া হচ্ছে।

যদিও বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নদী নাফ। মিয়ানমারের পাহাড় থেকে সৃষ্টি নদীটি শেষ হয়েছে বঙ্গোপসাগরের মোহনা। ৬৩ কিলোমিটার নদীটির এক সময়ের গড় গভীরতা ছিল ১২৮ ফুট। কিন্তু বর্তমানে নাফনদী ক্রমাগত ভরাট হয়ে হারিয়েছে গভীরতা। যার কারণে চরম ভোগান্তি নাফনদীর জেলেরা।

নাফ নদীর জেলে আবদুল গফুর জানান, এক সময় এই নাফনদীর গভীরতা অনেক বেশি ছিল। তখন মাছ ধরতে তাদের কোন প্রকার বিপাকে পড়তে হতো না। বর্তমানে চর জাগার পাশাপাশি ভরাট হওয়ায় ট্রলার ্আটকে যায়। এতে সেন্টমার্টিনগামি ট্রলার ও জাহাজকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পর্যটনবাহী জাহাজ এমডি আটলান্টিক এর প্রধান নাবিক গোলাম মোস্তফা জানান, একই সঙ্গে ক্রমাগত জেগে উঠছে একের পর এক চর। এতে করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাতায়তকারি পর্যটনবাহি জাহাজ চলাচলেও পড়তে হচ্ছে সমস্যার। এতে জাহাজ সমুহ মিয়ানমার সীমান্ত হয়ে চলাচল করে থাকে।

তিনি জানান, নাফনদীর বাংলাদেশের অংশে ৫ টি ডুবো চর এবং মিয়ানমারের অংশ ২টি চর জেগেছে। এতে জাহাজ চলাচলে অনেক সময় মিয়ানমারের সীমান্ত হয়ে যেতে হচ্ছে।

বিজিবি’র টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, যে চর জেগেছে তার জন্য সেন্টমার্টিনগামি জাহাজগুলো অনেকটা মিয়ানমারের কাছ দিয়ে চলছে। যদিও এখনো কোন আপত্তি আছেনি। যদি আছে তবে সমস্যা হবে। তাই দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণের আহবান জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, নাফনদী নিয়ে একটি সমীক্ষ চালানো হয়েছে। নাফনদীর গভীরতা ফেরাতে প্রকল্প নেয়া হচ্ছে। এই নাফনদী দিয়ে প্রতিদিন সেন্টমার্টিনে ৭ টি পর্যটনবাহী জাহাজ সহ বেশি কিছু কাঠের ট্রলার যাতায়ত করে। নদী কেন্দ্রিক আড়াই হাজার জেলের জীবিকা পরিচালনা হয়।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago