সমকাল : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।
রোববার গভীর রাতে রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোমেন এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। প্রেস ক্লাবের ভেতর অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী জড়ো হন।
সকাল ১১টার দিকে নেতাকর্মীরা সমাবেশের জন্য প্রেস ক্লাব থেকে বের হওয়ার জন্য গেটে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জানিয়ে দেয়, অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না।
এক পর্যায়ে কিছু ছাত্রদল নেতাকর্মীকে লাঠিপেটা করলে প্রেস ক্লাবের ভেতর থেকে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এর পরই শুরু হয় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
এভাবে দুপুর সোয়া ১২টা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশ, সাংবাদিক এবং ছাত্রদল-বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, যে কোনো সমাবেশ করতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার কোনো অনুমতি নেয়নি ছাত্রদল। তাই তাদের সমাবেশ করতে নিষেধ করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় পুলিশের আট সদস্য আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…