আওয়ামী লীগকে ক্ষমতা চ্যুত করা যাবে না বলেই তারা ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে : মাহবুব-উল আলম হানিফ

বিশেষ প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে এদেশের উন্নয়ন-অগ্রগতি বাংলাদেশএগিয়ে যাবে। উন্নয়নের অগ্রগতি যত হবে মানুষের আস্থা শেখ হাসিনার উপর ততই বাড়বে, নৌকার প্রতি আস্থা বাড়বে। আওয়ামী লীগকে আর কোনদিন বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেই তারা ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে। তারা দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে দেশের বাইরে ষড়যন্ত্র চালাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণকে অস্বীকার করার উপায় নেই। অনেকেই বলছেন এটা কে এতদিন পরে বিএনপি’র বোধ উদয় হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের কাছে আমার প্রশ্ন ।এতদিন পরে এটা কি আপনাদের বোধ উদয় হয়েছে । নাকি কোন কোটচাল। হাজার ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই ৭ই মার্চের ভাষণ আজ জাতিসঘের ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটি এদেশের জন্য বাঙালি জাতির জন্য বিরাট একটি অর্জন।

তিনি রবিবার বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত চকরিয়া কলেজ কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ আরো বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, অগ্রগতি চায়। যেটি আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিয়েছেন। তিনি দেশের মানুষকে শান্তি দিয়েছেন, উন্নয়ন দিয়েছেন, অগ্রগতি দিয়েছেন। তাই দেশবাসী আজ বঙ্গবন্ধু কন্যার সাথে রয়েছে।তাই কোন প্রকার ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে হটানো সম্ভব নয়।

কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজ মাঠে জনসভা উপলক্ষে দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে। বিকেল তিনটার দিকে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। সাধারণ মানুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল জনসভায় লক্ষণীয়।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মজিবুর রহমান,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব )ফুরকান আহমেদ চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ কর্নার ও স্বাধীনতা মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago