যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর : এসপি

নিজস্ব প্রতিবেদক: মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনসহ যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর মন্তব্য করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের দোর-গোড়ায় পৌঁছে দিতে বিট-পুলিশের কার্যক্রম চলছে। পুলিশের এ তৎপরতার মাধ্যমে প্রান্তিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রোববার বিকালে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সামনে বাজার এলাকায় অপরাধ দমনে সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিতে অনেকে নাম প্রকাশ হয়ে পড়ার আশংকায় ভয় পান। মানুষ আশ্বস্থ থাকতে পারে কোন মতেই তথ্যদাতার নাম প্রকাশ হবে না। এই গোপনীয়তা রক্ষা করা পুলিশের নৈতিক দায়িত্ব।

“ অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্যদিন, যে কোন ধরণের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মানুষের পাশে থাকবে। এছাড়াও তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করবে। ”

পুলিশ সুপার বলেন, গত ৯ ফেব্রুয়ারী চৌফলদন্ডীর ব্রিজ সংলগ্ন নৌঘাট থেকে সর্ববৃহৎ ইয়াবার চালান। এছাড়াও মাদক, চুরি, ছিনতাই ও নারী-শিশু নির্যাতনসহ নানা অপরাধের দিক দিয়ে চৌফলদন্ডী ইউনিয়নের সূচক উর্ধ্বোমুখি। তাই বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

চৌফলদন্ডীতে একটি স্থায়ী বিট পুলিশের কার্যালয় স্থাপনের মাধ্যমে মানুষের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মোহাম্মদ হাসানুজ্জামান।

পুলিশ সুপার জানান, যদি পুলিশের কোন সদস্য অনৈতিক কাজে জড়িত থাকে এবং এ ব্যাপারে ব্যক্তি বা মহল বিশেষ সুনির্দিষ্ট প্রমান তুলে ধরতে পারেন; তাহলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়্ াহবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক কক্সবাজার বাণীর প্রকাশক বেলাল উদ্দিন, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ঈদগাঁও থানা প্রেসক্লাবের সহসভাপতি নুরুল আলম হেলালী, চৌফলদন্ডী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন ও মোস্তফা কামাল প্রমুখ।

অপরাধ দমন সমাবেশস্থলে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ জমা নিতে একটি অস্থায়ী বক্সও খুলেন।

এর আগে চৌফলদন্ডীতে আইন-শৃংখলা অবনতির পরিস্থিতির চিত্র তুলে ধরে স্থানীয়দের মধ্যে মতামত ও অভিযোগ তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সাংবাদিক নুর আলম, স্থানীয় পল্লী চিকিৎসক শামশুল আলম, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের ও মো. হাবিবুর রহমান প্রমুখ।

এতে স্থানীয়রা চৌফলদন্ডীতে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির বিভিন্ন দিক তুলে ধরে একটি স্থায়ী পুলিশ বিট স্থাপনের জন্য দাবি তুলে ধরেন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago