নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।
সোমবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
নিহতরা হল, উখিয়ার লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের ফোরকান আহমদের ছেলে মো. জোবায়ের (২৮) এবং একই ক্যাম্পের সি-ব্লকের মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।
লে. কর্নেল আলী হায়দার বলেন, সোমবার ভোর রাতে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির দুইটি দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমা পাড়ায় পাহাড়ী ঢালুতে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার সীমান্ত পার হয়ে সন্দেহজনক ৫/৬ লোককে আসতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। লোকগুলো দুইভাগে বিভক্ত হয়ে অতর্কিত বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে লোকগুলো অন্ধকারে পাহাড়ী জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়।
” পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে পাওয়া যায় ২ টি দেশিয় তৈরী বন্দুক ও ১ লাখ ইয়াবা। “
বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক বলেন, ” আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ২ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। “
আলী হায়দার জানান, গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…