বিশেষ প্রতিবেদক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্যেও দু’দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রোহিঙ্গা অনুপ্রবেশের মত এখনো কোন ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বিজিবি।

তবে সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি যে কোন ধরণের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুতও রয়েছে।

এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমাসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বিওপি’র চেকপোস্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, স্বাভাবিক থাকলেও বিজিবি সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখনো এ রকম কোন পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে।

এতে বিজিবির মহাপরিচালকের সীমান্ত এলাকা পরিদর্শনের ব্যাপারে লে. কর্নেল ফয়সল বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের বিজিবির সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বাহিনীর মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন। যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে বিজিবির মহাপরিচালক সন্তুষ্টি প্রকাশ করেছেন।

“ আজকে বিজিবির মহাপরিচালক মহোদয় সরেজমিনে বাংলাদেশ-মিয়ানমার জলসীমা পরির্দশন এবং নদীর সীমানায় বিজিবির টহল পরিদর্শন করেছেন। “

বিজিবির অধিনায়ক বলেন, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ যে কোন ধরণের সীমান্ত অপরাধ দমনে বিজিবি বদ্ধ-পরিকর। এ ব্যাপারে সীমান্ত এলাকার জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

শনিবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সীমান্ত এলাকা পরিদর্শনে যান। পরে বিকালে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।

রোহিঙ্গা অনুপ্রবেশের কোন ধরণের আশংকা দেখা দিলে বিজিবি অবস্থান কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়সল বলেন, আপাতত রোহিঙ্গা অনুপ্রবেশের কোন আশংকা নেই। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে ইতিপূর্বে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এ ধরণের কোন পরিস্থিতি দেখা দিলে বিজিবি কঠোর অবস্থান অবলম্বন করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবির এ ব্যাটালিয়ান অধিনায়ক বলেন, সেনা অভ্যুত্থানের ঘটনা মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়। এটার সাথে আমাদের (বাংলাদেশের) কোন সম্পর্ক নেই।

“ সীমান্তে নজরদারির পাশাপাশি সতর্কতামূলক অবস্থানে থাকলেও বিজিবি অতিরিক্ত সদস্য নিয়োজিত করেনি। “

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে আগের মত স্বাভাবিক যোগাযোগ রয়েছে এবং এখন পর্যন্ত কোন অস্থিতিশীল পরিস্থিতি নজরে আসেনি বলে মন্তব্য করেন লে. কর্নেল ফয়সল।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago