কুতুবদিয়া প্রতিনিধি : কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী ৪নং ওয়ার্ডের মৃত আহমদ হোসাইনের ছেলে তৌহিদুল ইসলাম (প্রকাশ সোনাইয়া) (৪৭), আহসান উল্লাহ মানিক (৩৮), মামুন উদ্দিন (৩৫), একই এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে গিয়াস উদ্দিন(৪৫) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে আমির হোছাইন (৬০)।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, উপজেলার বড়ঘোপ ও আলি আকবর ডেইল ইউনিয়নের ৫ পালাতক আসামীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে আমরা তাদের গ্রেপ্তারে অভিযানে নামি। থানার ওসি মোঃ জালাল উদ্দীনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ, এসআই মকবুল হোসেন, এসআই নূরে আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড়ঘোপের আমজাখালী এবং আলী আকবর ডেইলের তাবালেরচর এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে পলাতক আসামী তৌহিদুল ইসলাম (৪৭), আহসান উল্লাহ মানিক(৩৮), মামুন উদ্দীন (৩৫), গিয়াস উদ্দিন (৪৫) ও আমির হোছাইন(৬০) নামে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারী হওয়ার পর থেকে তারা এলাকা ছেড়ে পালাতক ছিল বলে তিনি জানান।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদ পেয়ে বৃহ¯পতিবার ভোর রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…
শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…
এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…