ভাষার মাস উপলক্ষে টেকনাফে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” ভাষার মাস উপলক্ষে হতদরিদ্র তিন শতাধিক পরিবারের শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন ধরনের জামা-কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ স্কাউট উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের উপজেলার বিভিন্ন এলাকার তিনশতাধিক হতদরিদ্র পরিবারের শিশু, নারী ও পুরুষদের মাঝে এসব বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরুল আবছার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, স্কাউটের সাধারণ স¤পাদক প্রবীর কান্তি মজুমদার প্রমূখ।

বাংলাদেশ স্কাউটের সদস্যদের মাধ্যমে সমাজের বিত্তশালীদের কাছ থেকে পরিধেয় জামা-কাপড় সংগ্রহ করা হয়। এরপর এসব জামা-কাপড় ভালোভাবে ধৌত করে ইস্ত্রি করে বস্ত্রগুলো করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি এনজিও সংস্থা একলাব ও স্কাউটের সদস্যবৃন্দ।

শাড়ি ও জামা হাতে পেয়ে উৎফুল্ল হতদরিদ্র পরিবারের নারী জমিলা বেগম (৪২), শিশু মোহাম্মদ আমিন (৮) ও শামসুন্নাহার (১০) । তারা বলেন, নতুন জামা পরার মতো সামর্থ্য তাদের নেই। হঠাৎ করে তাদের হাতে জামা-কাপড় তুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এলাকার হতদরিদ্র পরিবারের শিশু নারী-পুরুষের মাঝে এসব জামা-কাপড় তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।

তিনি আরও বলেন, কোভিড-১৯ এ হতদরিদ্র মানুষের আয়-রোজগার আগের তুলনায় অনেক কমে গেছে। এ অবস্থায় হতদরিদ্র পরিবারগুলোতে জামা-কাপড় কেনার মতো সামর্থ্য তেমন নেই। এই মুহূর্তে কিছু পরিবারের হাতে জামা-কাপড় তুলে দিতে পারায় সত্যি ভালো লাগছে। এভাবে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago