ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে অপহরণের পাঁচদিন পর অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।
রোববার দুপুরে হ্নীলা নাফ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গা যুবক হলেন, হ্নীলা ইউনিয়নের লেদা এলএমএস ক্যাম্পের এ-ব্লকের ৯১ নম্বর রুমের বাসিন্দা নুরুল হাকিমের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম হোসেনকে হ্নীলা নাফ ফিলিং স্টেশনের কাছে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ অপহৃত সাদ্দামহোসেন কে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমকে তার ব্লক মাঝি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬জানুয়ারি রাত ৮টার দিকে ডি-ব্লক সংলগ্ন তুলা বাগান এলাকা হতে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী রোহিঙ্গা যুবক সাদ্দামকে অপহরণ করে নিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…