নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় মাইক্রোবাস ও নসিমন মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।
নিহত মোহাম্মদ বেলাল (২২) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়ার শামশুল আলমের ছেলে। সে নসিমন গাড়ীর চালক।
আহত কামাল উদ্দিন (১৯) একই এলাকার বাসিন্দা। সে নসিমন গাড়ীর সহকারি।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় টেকনাফগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা নসিমন গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধাক্কা লেগে নসিমন গাড়ীটি বেশ কিছু দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত ও ১ জন আহত হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
পরিদর্শক মোজাম্মেল জানান, নিহতের লাশ এখনো ইনানী পুলিশ ফাঁড়িতে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…