মারধর করে বাংলাদেশি ২০ জেলেকে ছেড়ে দিল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে মারধর করে ৯ ঘন্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার রাতে ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।

ইউপি সদস্য নুরুল আমিন বলেন, সেন্টমার্টিনের অদূরে গলাচিপা নামক এলাকায় টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি ট্রলারে মাছ শিকার করতে যায় ২০ জন জেলে। পরে বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনী এসে তাদের ধরে নিয়ে যায়। এরপর ৯ ঘন্টা তাদের আটকে রেখে মারধর করে। এছাড়াও তাদের ৩টি মাছ ধরার জাল নিয়ে নেয়। পরে বিকেল ৫ টার দিকে তাদেরকে ছেড়ে দেয়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মিয়ানমারের নৌ বাহিনী ধরে নিয়ে যাওয়া ৪টি ট্রলারসহ ২০ জন জেলে সন্ধ্যা ৭টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌছে দেয়া হয়েছে। ২০ জন জেলেই টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা। তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় মুঠোফোনে কথা হয় ফেরত আসা শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার জেলে শামসু আলম (৩৯) এর সাথে । তিনি বলেন, গলাচিপা এলাকায় মাছ শিকারকালীন হঠাৎ কুয়াশার মধ্যে মিয়ানমারের নৌ বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আমাদেরকে খুব বেশি মারধর করেছে এবং জালগুলো নিয়ে নিয়েছে। এরপর বিকেল ৫টার দিকে ছেড়ে দেয়। তবে আমরা সবাই বাংলাদেশের অভ্যন্তরেই মাছ শিকার করছিলাম।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশি ২০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারি। এরপর শাহপরীর দ্বীপের ঘাট এলাকার জেলেদের সভাপতি জানিয়েছে ধরে নিয়ে যাওয়ার জেলেদের বুধবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে মিয়ানমার। এখন ২০ জন জেলে সবাই তাদের স্ব-স্ব বাড়িতে অবস্থান করছে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago