করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১০৭১

স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন সাত হাজার ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১ জন। এ নিয়ে দেশে মোট করোনা পজিটিভ শনাক্ত হলেন পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

রবিবার (১০ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় (৯ জানুয়ারি সকাল ৮টা থেকে ১০ জানুয়ারি সকাল ৮টা) তার আগের ২৪ ঘণ্টার ( ৮ জানুয়ারি সকালে ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা) তুলনায় নতুন রোগী এবং মৃত্যু বেড়েছে। শনিবার শনাক্ত হয়েছেন ৬৯২ জন, আর মারা গেছেন ২২ জন।

শনিবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩৬ শতাংশ, আজ রবিবার সেটি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনায় নতুন রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন চার লাখ ৬৬ হাজার ৮০১ জন।

বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৭৯টি, আর পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯২০টি। এখন পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার ৫৯০টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ ৮ হাজার ৭২৯টি।

দেশে বর্তমানে ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১৪টি, জিন-এক্সপার্ট মেশিন রয়েছে ২৭টি। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে ৪০টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৭ জন, আর নারী আট জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৯১২ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৮৬৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৮ শতাংশ, আর নারী ২৪ দশমিক শূন্য ২ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৬ জন, আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ২ জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৯ জন, ময়মনসিংহ বিভাগের রয়েছেন চার জন আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের রয়েছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৫০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন, রংপুর বিভাগের ৩৩ জন, খুলনা বিভাগের ৫৫ জন, বরিশাল বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ৫৩ জন, সিলেট বিভাগের ১৩ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন চার জন।

nupa alam

Recent Posts

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…

4 hours ago

রামুতে দুইটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রামু প্রতিবেদক : রামুতে দুইটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। সোমবার…

5 hours ago

নারীর জমি দখলে নিতে কৃষকদল নেতা পরিচয়ে ভোর রাতে হামলা, ভাংচুর ও গুলি বর্ষণ; আটক ১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর…

1 day ago

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

রামু প্রতিবেদক: রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম…

1 day ago

চকরিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষকদের কর্মবিরতি

চকরিয়া প্রতিবেদক: চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘন্টা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ…

1 day ago

মিয়ানমার অভ্যন্তরে ‘তোঁতার দিয়া’ সীমান্তেমাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক এলাকায় মাছ শিকারে…

1 day ago