কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সড়ক যেন দখলে নিয়েছে অবৈধ ট্রাকটর ট্রলির মালবাহী গাড়ি গুলো৷ ১০দিনের ব্যবধানে বেপরোয়া ট্রাকটর ট্রলির ধাক্কায় ফের কুতুবদিয়ার সড়কে প্রাণ হারাল বিদ্যালয় গামী জাইরিন সোবাহ (৮) নামে এক শিশু৷

নিহত জেরিন সোফা উত্তর ধুরুং এর চর ধুরুং এলাকার ৩নং ওয়ার্ড়ের  কাইছারুল ইসলামের বড় মেয়ে এবং স্থানীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গার্লস স্কুলের ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর শিক্ষার্থী৷

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ১০(জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০ঘটিকা নাগাদ চর ধুরুং এলাকার কাইছারুল ইসলামের মেয়ে জাইরিন সোবাহ(৮) নতুন বই নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এলে উত্তর দিক থেকে আসা একটি লবণ বোঝাই ট্রাকটর ট্রলি শিশুটিকে চাপা দিয়ে গাড়ির চালক গাড়িটি রেখে পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শী এলাকাবাসী গুরুতর আহত অবস্থায়  জেরিন কে দুর্ঘনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁরা জানান ট্রাকটর ট্রলিটি অতিরিক্ত লবণ বোঝাই ছিল এবং চালকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়৷ 

উত্তর ধুরুং এলাকার বাসিন্দা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ ছরওয়ার আলম জানান, দুর্ঘটনার  জন্য দায়ি লবণ বোঝাই ট্রাকটরটি লেমশীখালী ইউনিয়নের একক পাড়ার এক নম্বর ওয়ার্ডের মাহমুদুল্লাহর ছেলে মোঃ আরিফের মালিকানাধীন এবং তিনি নিজেই গাড়ির চালক ছিলেন বলে এলাকাবাসী সনাক্ত করেন৷

এব্যাপারে জানতে চাইলে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বলেন, একটা আট বছরের শিশু গাড়ি চাপায় নিহত হয়েছে৷ আমরা লাশ ময়না তদন্তে পাঠানোর প্রকৃয়ায় রয়েছি, শুনেছি নিহতের পরিবার ময়না তদন্ত না করাতে ডিসি মহুদয় বরাবর আবেদন করেছেন৷ গাড়িটি থানায় আটক করা হয়েছে, গাড়ির চালক কে সনাক্ত করা সম্ভব হয়নি, কাউকে আটক করা সম্ভব হয়নি৷ পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সকল আইনানুগ প্রকৃয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এখনো পর্যন্ত লাশ কুতুবদিয়া হাসপাতালের মর্গে রয়েছে৷

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা মহিলা বাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি বলেন সড়কে গাড়িগুলো অতিরিক্ত মালবহন করে এবং বেপরোয়া ভাবে চলাচল করে৷ মালবাহী গাড়ি চলাচলে সুনির্দিষ্ট একটা নিতিমালা প্রণয়ন করা প্রয়োজন৷ রাতের বেলা মালবাহী গাড়ি চলাচল করার নিয়ম করলে অন্তত মানুষের জীবন সংহারের আশঙ্কা অনেকাংশে কমে আসত৷ অতিমাত্রায় মাল বোঝাই গাড়ি গুলো দ্বীপের সড়কের ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলেছে৷ আমি কয়েকবার আইন শৃঙ্খলা সভায় এবিষয়ে প্রস্তাব উপস্থাপন করেছি৷ দ্বীপের মানুষের জীবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি৷

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago