আন্তর্জাতিক

বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের জীবিত থাকার আশা কম

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে মানুষের শরীরে অংশও পাওয়া গেছে। রয়টার্সের খবরে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানানো হয়। এএফপির খবরে জানা যায়, উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজ থেকে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম। এ ছাড়া বিধ্বস্ত উড়োজাহাজ থেকে সংকেত পাওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াহিউদ্দিন আরিফ আইনিউজকে বলেন, তাঁরা তিন ফুট লম্বা টায়ারের অংশ খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত উড়োজাহাজের। এ ছাড়া মানবশরীরে অংশ খুঁজে পাওয়া গেছে।বিজ্ঞাপন

উড়োজাহাজের ধ্বংসাবশেষ।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, শনাক্তের জন্য মানবশরীরের অংশ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ডুবুরি কম্পাস টিভিকে জানান, পানির নিচে মেটাল ডিটেক্টর ও পিঞ্জার ডিটেক্টর (পানির নিচে উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্র) দিয়ে উড়োজাহাজের দুটি ব্ল্যাকবক্স থেকে সংকেত খোঁজার চেষ্টা চলছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করে বলেছে, ভারী বৃষ্টি এবং ঝোড়ো বাতাস উদ্ধার অভিযান বাধাগ্রস্ত করতে পারে।

এএফপির খবরে জানা যায়, জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস মেট্রো টিভিকে বলেন, আজ সকালে তাঁরা দুটি ব্যাগ উদ্ধার করেছেন। এর একটি ছিল যাত্রীর। আরেকটিতে ছিল মানবশরীরের অংশ।

রয়টার্সের খবরে জানা যায়, ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান হাদি তাজাহজান্তোর বরাত দিয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয় বলেছে, উদ্ধারকারী জাহাজ শ্রীবিজয়া এয়ারের মডেল বোয়িং ৭৩৭-৫০০ থেকে সংকেত পেয়েছে। ডুবুরিরা পানি থেকে ৭৫ ফুট নিচে উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। তবে এই সংকেত উড়োজাহাজের ব্ল্যাকবক্সের কি না, তা নিশ্চিত করে বলেনি পরিবহন মন্ত্রণালয়।

তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান এয়ার মার্শাল বাগাস পুরুহিতো বলেন, বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটি থেকে কোনো বিপৎসংকেত পাঠানো হয়নি।

উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ চলছে।

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর থেকে উড়ানের চার মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ৬২ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন শিশু ছিল। তারা সবাই ইন্দোনেশীয়।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

14 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

19 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

19 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

2 days ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 days ago