মেলেনিয়া তখন হোয়াইট হাউসে ফটোশুটে ব্যস্ত ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা যখন ক্যাপিটল হল তছনছ করছিলেন, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প তখন ফটোশুটে ব্যস্ত ছিলেন। গত বুধবার ট্রাম্প তাঁর অন্ধ সমর্থকদের উন্মত্ত করে তুলেছিলেন। এ সময় ক্যাপিটল হিলে ঢুকে ট্রাম্পের উগ্র সমর্থকেরা স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ার দখল করে বসেছেন। একজন পুলিশ অফিসারসহ পাঁচজনের লাশের ওপর দাঁড়িয়ে ট্রাম্প নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে ভুয়া দাবি করতে থাকেন।

যখন ক্যাপিটল হিলজুড়ে এমন তাণ্ডব চলছিল, তখন মেলেনিয়া ট্রাম্প তাঁর প্রকাশিতব্য একটি বইয়ের জন্য হোয়াইট হাউসের ভেতরের ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন। সিএনএনসহ অন্য কিছু সংবাদ মিডিয়া সূত্রে জানা যায়, একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার জন্য একটা বিবৃতি দিতে বলা হয় ফার্স্ট লেডিকে। তাঁর ব্যক্তিগত স্টাফরা এমন বিবৃতি দেওয়া থেকে বিরত ছিলেন।

অথচ কিছুদিন আগেও জর্জ ফ্লয়েডের মৃত্যু–পরবর্তী নাগরিক সহিংসতার সময় ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প ঠিকই বিবৃতি দিয়েছিলেন।

মেলেনিয়া ট্রাম্প বেশ কিছুদিন থেকে অনেকটাই নীরব। মার্কিন ইতিহাসে ন্যক্কারজনক কাজের জন্ম দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জড়িয়ে পড়েছে ফার্স্ট লেডি মেলানিয়ার নাম। বুধবার ক্যাপিটাল হিলে ট্রাম্প–সমর্থকেরা তাণ্ডব করছিলেন। একই সময় হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প কী করছিলেন, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে ফার্স্ট লেডির অনুরাগীদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁর স্বামীর এমন বেপরোয়া আচরণের সময় মেলেনিয়া অন্তত একটা বিবৃতি দিতে পারতেন বলে তাঁরা মনে করছেন।

হোয়াইট হাইসে ফার্স্ট লেডির পদবিটা নিছক আনুষ্ঠানিক নয়। লোকজন এ পদবিকে সম্মান জানিয়ে আসছে সব সময়। নিজেদের বিতর্কের বাইরে রেখে অতীতের ফার্স্ট লেডিরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। বিবৃতি দিয়েছেন। ক্ষুব্ধ, হতাশ মানুষের পক্ষে শান্তি ও সহমর্মিতার বাণী নিয়ে উপস্থিত থেকেছেন। ট্রাম্পের মতো মেলেনিয়া ট্রাম্পও শেষ পর্যন্ত এ ক্ষেত্রে হতাশ করেছেন মার্কিন জনগণকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ কমে আসার সঙ্গে সঙ্গে মেলেনিয়া দৃশ্যত আড়ালেই চলে গেছেন। নিউইয়ার্স ইভের পর ফার্স্ট লেডি জনসমক্ষে আসেননি। ২ জানুয়ারির পর সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম তাঁকে ব্যবহার করতে দেখা যায়নি। ক্রিসমাসের পর ইনস্টাগ্রামেও তাঁকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

যে ডোনাল্ড ট্রাম্প টুইটার নিয়ে ব্যস্ত থাকতেন দিনের অধিকাংশ সময়, তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এখন তাঁর অ্যাকাউন্ট নিয়ে কতটা সক্রিয় থাকবেন, তা দেখার অপেক্ষায় লোকজন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

2 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

2 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

3 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago