চবিতে টেকনাফ স্টুডেন্টস এসোসিয়েশন (চুসাট)এর নতুন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ – (চুসাট)’ এর ২০২০-২০২১ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ৩ জানুয়ারি এই নির্বাচনী ফল ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচনী দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী।

এসোসিয়েশনের প্যাডে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক ঘোষণায় ২০২০-২০২১ সেশনের জন্য সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইফুল্লাহ মানছুর এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দীনের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই চুসাট সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে আসছে; যা চুসাটের উপদেষ্টাবৃন্দ সরাসরি পর্যবেক্ষণ করেন। এবার বিগত মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পেছানো হয়। পরবর্তীতে ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির প্রতিটির বিপরীতে একজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় , গঠিত নির্বাচন কমিশন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির বিপরীতে এই দুজনকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেন।

দেশের সর্ববৃহৎ আয়তনের স্বায়ত্তশাসিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনারত টেকনাফ উপজেলার শিক্ষকমণ্ডলী চুসাটের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টেকনাফ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে চুসাট। টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে পড়তে যাওয়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এই অরাজনৈতিক ও সেবামূলক ছাত্র সংগঠনটি।

”সৌহার্দ্য ও সম্প্রতির বার্তা নিয়ে গড়ে ওঠা চুসাট প্রতিবছর প্রাণবন্ত আনন্দভ্রমণ, ইফতার মাহফিল আয়োজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা, চট্টগ্রামের হাসপাতাগুলোয় টেকনাফসহ বিভিন্ন এলাকার রোগীদের জন্য রক্তদানের মতো কার্যক্রম সম্পন্ন করে থাকে। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন যারা চুসাটের বিভিন্ন ইভেন্টে অংশগ্রণের মাধ্যমে চট্টগ্রাম বুকে রচনা করে একখণ্ড টেকনাফের। সামনের দিনগুলোয় সুশিক্ষিত ও মাদকমুক্ত টেকনাফ গড়ার লক্ষে আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের কথা জানান চুসাটের নীতিনির্ধারকমহল।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago