ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফ সীমান্তে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিজিবির অভিযানে ২১১ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকার মাদকদ্রব্য, চোরাই পন্য, স্বর্ণ, অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সব উদ্ধারের ঘটনায় ২৪৪ জনকে আটক এবং ১৪ মাদক পাচারকারী নিহত হয়েছে। ৩৯১টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান।তিনি জানান,গত এক বছরে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে৬৮লাখ৪৪হাজার৬শ’৭১পিস ইয়াবা জব্দ করা হয়।ইয়াবার আনুমানিক মূল্য২০৫কোটি৩৪লাখ হাজার৩শ’ টাকা।এই সব ইয়াবা,জব্দের ঘটনায় ২৬৯টি মামলায়২১১জনকে আটক,১জনকে পলাতক আসামি করা হয়েছে এবং এসব উদ্ধারের ঘটনায় গুলাগুলিতে১৪পাচারকারী নিহত হয়েছে।বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে৩লাখ৮৭হাজার৫শ’৫৫টাকার মূল্য মানের মিয়ানমারের৮২৮ক্যান বিয়ার,মদ ৩০বোতল,বাংলা মদ১৭লিটার,ফেন্সিডিল২৩৪বোতল ও১০কেজি৫৩০গ্রাম গাঁজা জব্দ করা হয়।এসব জব্দের ঘটনায়১৯টি মামলায়৮জনকে আটক করা হয়।২কোটি৫১লাখ৯৪হাজার৯৬১টাকার মূল্য মানের৩৯৩ভরি২আনা২রতি৫পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।এসব জব্দের ঘটনায়৭টি মামলায়৭জনকে আটক এবং২জনকে পলাতক আসামি করা হয়েছে।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে৩কোটি২০লাখ৫হাজার৯৩৬টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে।৮৪টি মামলায়১৩জনকে আটক করা হয়।তিনি আরো জানান,বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি ১৭টি বন্দুক,১টি চায়না পিস্তল, ২৬রাউন্ড তাজা কার্তুজ,২রাউন্ড চায়না পিস্তলের কার্তুজ,১৬রাউন্ড
কার্তুজের খালি খোসা,৩টি কিরিচ,৪রাউন্ড রাইফেল এ্যামুেশন, ৪রাউন্ড এলএমজি এ্যামুেশন ও ৪রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার উদ্ধার করা হয়।১২টি মামলায় ৫জনকে আটক করা হয়।তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…