কক্সবাজার সদরে ১ ও টেকনাফে ৪ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে ৪ জনের এবং সদরে ১ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এবং কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্তরের ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহগুলো উদ্ধার হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, সকালে টেকনাফ থেকে ৪ জনের এবং কক্সবাজার শহর থেকে গুলিবিদ্ধ ১ জনের মৃতদেহ নিয়ে আসে পুলিশ। লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ভোরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্তর এলাকার ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি এস এম শাহজাহান কবীর।
ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর শোনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারীলোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ২৫/২৬ বছরের অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১০০ টি ইয়াবা, ১ দেশিয় তৈরী বন্দুক ও ১ টি গুলি।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসায়িদের মধ্যে আভ্যন্তরিন বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

nupa alam

View Comments

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago