প্রথম আলো : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা তো দেখাই গেল। এবার ওয়ানডে ক্রিকেটও ফিরছে। তবে এই ফেরাটার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকছে আইসিসিও। করোনা ধাক্কা সামলে আগামী বৃহস্পতিবার সাউদাম্পটনে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে যে ওয়ানডে সিরিজটা শুরু হচ্ছে, সেটি দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে আইসিসি ওয়ানডে সুপার লিগ।
এই সুপার লিগ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া। তিন বছরে প্রথম সুপার লিগে খেলবে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল হল্যান্ড। প্রতিটি দল খেলবে আটটি করে সিরিজ। চারটি নিজেদের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এই লিগের শীর্ষ ৭টি দল সরাসরি অংশ নেবে ২০২৩ সালের ভারত বিশ্বকাপে।
স্বাগতিক ভারত সরাসরিই খেলবে বিশ্বকাপ। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারা পাঁচ দলসহ সহযোগী পাঁচ সদস্য দল খেলবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে। সেখান থেকে মূল টুর্নামেন্টে সুযোগ পাবে দুই দল। মোট ১০ দলের অংশগ্রহণে হবে ২০২৩ বিশ্বকাপ। গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে দিয়ে এই লিগ শুরু করার কথা ছিল বাংলাদেশের। করোনার কারণে সেটি হয়নি।
ওয়ানডে সুপার লিগ চালু হওয়া নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ছেলেদের বিশ্বকাপের জন্য সুপার লিগ চালু হতে দেখে আমরা খুশি। এই লিগের মাধ্যমে আগামী তিন বছরে ওয়ানডে ক্রিকেট আরও প্রাসঙ্গিক ও অর্থবহ হয়ে উঠবে। সুপার লিগে ভালো করে জায়গা করে নিতে হবে ২০২৩ বিশ্বকাপে। বিশ্বজুড়ে দর্শকদের কাছে খেলা আকর্ষণীয় করে তুলবে এটি, যেহেতু দর্শকদের কাছে অজানা থাকবে সামনে কী হতে যাচ্ছে।’
করোনার কারণে শুরু হতে একটু দেরি হওয়ায় আইসিসিকে সামনে খুব ঠাসা সূচিতেই আয়োজন করতে হবে লিগের ম্যাচগুলো।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…