খেলাধুলা

আইসিসির চেয়ারম্যান পদের যোগ্য সৌরভ: সাঙ্গাকারা

বিডিনিউজ: ডেভিড গাওয়ার, গ্রায়েম স্মিথের সঙ্গে সুর মেলালেন কুমারা সাঙ্গাকারা। শ্রীলঙ্কারে সাবেক এই অধিনায়কও আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান সৌরভ গাঙ্গুলিকে। সাঙ্গাকারার বিশ্বাস, তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্কের অধিকারী ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেবেন অনেক দূর।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে আছেন সৌরভ। স্বল্প দিনেই কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আইসিসির দায়িত্বভারও শক্ত হাতে পালন করবেন সৌরভ, প্রত্যাশা শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

আইসিসিতে বরাবরই রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমসিসির প্রধান সাঙ্গাকারা জানান, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সৌরভকে আইসিসির প্রধান হিসেবে চান তিনি। 

“আমি মনে করি, সৌরভ অবশ্যই ওই পরিবর্তনটি আনতে পারে। আমি দাদার একজন বড় ভক্ত। কেবল ক্রিকেটার হিসেবে তার সুউচ্চ অবস্থানের জন্য নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দারুণ তীক্ষ্ণ। তিনি মন থেকে খেলাটির উন্নতির জন্য ভাবেন। বিসিসিআই প্রেসিডেন্ট, ইসিবি, এসএলসি, অন্য যেকোনো বোর্ড কিংবা আইসিসির প্রধান হলে এমন ভাবনার পরিবর্তন হওয়া উচিত নয়।”

“চিন্তা-ভাবনা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে হওয়া উচিত। আমি কোন জায়গা থেকে এসেছি, সেই হিসেবে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়-আমি কি ভারতীয়, শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান নাকি ইংলিশ, সেটা দেখার বিষয় নয়। বরং ভাবতে হবে, ‘হ্যাঁ, আমি একজন ক্রিকেটার এবং আমি যা করছি তা ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য ভালো হচ্ছে কিনা’।”

চলতি বছরের জুনে আইসিসির চেয়ারম্যান পদে মেয়াদ শেষ হয়েছে শশাঙ্ক মনোহরের। নতুন কাউকে নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সাঙ্গাকারার মতো নতুন চেয়ারম্যান হিসেবে অনেকের নজরে এগিয়ে আছেন সৌরভ।

“বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে, এমনকি প্রশাসনিক পর্যায় ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ থেকেই আমি তার কাজ দেখছি। কীভাবে তিনি বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং এমসিসির ক্রিকেট কমিটিতে নিজের মত দিতেন, সবই ছিল দারুণ। আমার কোনো সন্দেহ নেই, ঠিক সেই কাজগুলি করার জন্য তিনি খুব, খুব উপযুক্ত ব্যক্তি।”

tawhid

Recent Posts

টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে মাদ্রাসা পড়ুয়া মেয়ে শিশুকে বস্তাবন্দি হত্যার ঘটনায় জড়িত সন্দেহ দুই আসামিকে…

5 hours ago

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত…

6 hours ago

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : "নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর"এ স্লোগানকে সামনে…

6 hours ago

টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর এক মেয়ে শিশুর বস্তাবন্দি…

6 hours ago

৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।…

6 hours ago

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

7 hours ago