আইসিসির চেয়ারম্যান পদের যোগ্য সৌরভ: সাঙ্গাকারা

বিডিনিউজ: ডেভিড গাওয়ার, গ্রায়েম স্মিথের সঙ্গে সুর মেলালেন কুমারা সাঙ্গাকারা। শ্রীলঙ্কারে সাবেক এই অধিনায়কও আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান সৌরভ গাঙ্গুলিকে। সাঙ্গাকারার বিশ্বাস, তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্কের অধিকারী ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেবেন অনেক দূর।

বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে আছেন সৌরভ। স্বল্প দিনেই কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আইসিসির দায়িত্বভারও শক্ত হাতে পালন করবেন সৌরভ, প্রত্যাশা শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।

আইসিসিতে বরাবরই রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমসিসির প্রধান সাঙ্গাকারা জানান, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সৌরভকে আইসিসির প্রধান হিসেবে চান তিনি। 

“আমি মনে করি, সৌরভ অবশ্যই ওই পরিবর্তনটি আনতে পারে। আমি দাদার একজন বড় ভক্ত। কেবল ক্রিকেটার হিসেবে তার সুউচ্চ অবস্থানের জন্য নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দারুণ তীক্ষ্ণ। তিনি মন থেকে খেলাটির উন্নতির জন্য ভাবেন। বিসিসিআই প্রেসিডেন্ট, ইসিবি, এসএলসি, অন্য যেকোনো বোর্ড কিংবা আইসিসির প্রধান হলে এমন ভাবনার পরিবর্তন হওয়া উচিত নয়।”

“চিন্তা-ভাবনা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে হওয়া উচিত। আমি কোন জায়গা থেকে এসেছি, সেই হিসেবে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়-আমি কি ভারতীয়, শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান নাকি ইংলিশ, সেটা দেখার বিষয় নয়। বরং ভাবতে হবে, ‘হ্যাঁ, আমি একজন ক্রিকেটার এবং আমি যা করছি তা ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য ভালো হচ্ছে কিনা’।”

চলতি বছরের জুনে আইসিসির চেয়ারম্যান পদে মেয়াদ শেষ হয়েছে শশাঙ্ক মনোহরের। নতুন কাউকে নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সাঙ্গাকারার মতো নতুন চেয়ারম্যান হিসেবে অনেকের নজরে এগিয়ে আছেন সৌরভ।

“বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে, এমনকি প্রশাসনিক পর্যায় ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ থেকেই আমি তার কাজ দেখছি। কীভাবে তিনি বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং এমসিসির ক্রিকেট কমিটিতে নিজের মত দিতেন, সবই ছিল দারুণ। আমার কোনো সন্দেহ নেই, ঠিক সেই কাজগুলি করার জন্য তিনি খুব, খুব উপযুক্ত ব্যক্তি।”

tawhid

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

24 hours ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago