জাতীয়

জাতীয় পার্টির মহাসচিবের পদে ফিরলেন বাবলু

বিডিনিউজ: আবারও মহাসচিব পরিবর্তন হল জাতীয় পার্টিতে; মসিউর রহমান রাঙ্গাঁকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে এই পদে ফিরিয়ে আনলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

কো চেয়ারম্যান বাবলুকে মহাসচিব পদে ফিরে আসার কথা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।

তিনি বলেন, “আজকে ( রোববার) দুপুরে এ সিদ্ধান্ত এসেছে। তবে মহাসচিব পদে কেন এ পরিবর্তন এসেছে, তা আমি জানি না।”

মহাসচিব পরিবর্তনের বিষয়ে দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “এ বিষয়ে চেয়ারম্যান বলতে পারবেন। কিছু জানি না আমি। তবে শুনেছি, মহাসচিব পরিবর্তন হয়েছে।”

জি এম কাদেরকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান তার ক্ষমতাবলে মহাসচিব পরিবর্তন করতে পারেন। দলটির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের সময়ে এর যথেচ্ছ প্রয়োগ দেখা গিয়েছিল।

এরশাদ জীবিত থাকাকালে ২০১৪ সালে মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন নিজের ভাগ্নিজামাই বাবুলকে। সে দায়িত্বে তিনি ছিলেন ২০১৬ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত।

এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেছিলেন এরশাদ। আবার বাবলুকে সরিয়ে ফের রুহুল আমিন হাওলাদারকে ওই পদে বসিয়েছিলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠলে আবার হাওলাদারকে সরিয়ে রাঙ্গাঁকে মহাসচিব করেন এরশাদ।

মসিউর রহমান রাঙ্গাঁ।

এরশাদের মৃত্যুর পর দেবর জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্ব যখন এরশাদের স্ত্রী রওশন এরশাদের বিরোধ চলছিল, তখন রাঙ্গাঁকে মহাসচিব করে কমিটি ঘোষণা করেছিলেন রওশন।

পরে তাদের বিবাদ মিটমাট হলে রাঙ্গাঁ কাউন্সিলেও মহাসচিব পদে টিকে যান।

সম্প্রতি নানা মন্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে সমালোচিত হচ্ছিলেন রাঙ্গাঁ। দলের শীর্ষ নেতারা সংসদেও তার সমালোচনায় মুখর হয়েছিলেন।

এদিকে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ চলছে জি এম কাদেরের। এর মধ্যে রাঙ্গাঁকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদপত্র বলেছে, বিদিশা রাজনীতিতে এলে তাতে সমস্যা দেখছেন না রাঙ্গাঁ।

এর পরপরই রাঙ্গাঁকে মহাসচিবের পদছাড়া করা হল।

tawhid

Recent Posts

টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে মাদ্রাসা পড়ুয়া মেয়ে শিশুকে বস্তাবন্দি হত্যার ঘটনায় জড়িত সন্দেহ দুই আসামিকে…

9 hours ago

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত…

10 hours ago

কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত

ফয়সাল উদ্দিন রিপন, কুতুবদিয়া : "নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর"এ স্লোগানকে সামনে…

10 hours ago

টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর এক মেয়ে শিশুর বস্তাবন্দি…

10 hours ago

৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।…

10 hours ago

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

11 hours ago