Categories: বিনোদন

স্মৃতিতে প্যারিসে সুশান্তের সঙ্গে শুটিংয়ের দিনগুলো

প্রথম আলো : ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ ছবি দিল বেচারা। ছবি মুক্তির আগেই আইএমডিবিতে হাজার ভক্তের ভোটে এই ছবির রেটিং ছিল ‘প্রায়’ দশে দশ। এটাকে সুশান্তর ভক্তদের ভালোবাসা ছাড়া আর কী বলবেন! সানজানা সাংঘির প্রথম আর সুশান্তের শেষ ছবি মুক্তির আগে সুশান্তকে নিয়ে স্মৃতিচারণা করেছেন সানজানা।

সানজানা সাংঘি।

তাঁর স্মৃতির দেয়ালে রঙিন তুলিতে আঁকা ছিল প্যারিসে সুশান্তের সঙ্গে শুটিংয়ের দিনগুলো। সে কথা মনে করেই সানজানা বললেন, ‘আমরা প্যারিসের বিখ্যাত এক কবরস্থানে শুটিং করছিলাম। যেখানে ঘুমিয়ে আছেন জিম মরিসন। খুবই গুরুত্বপূর্ণ একটি দৃশ্য। তীব্র ঠান্ডার মধ্যে আমার স্নায়ুচাপ বাড়তে লাগল। সুশান্ত ঠিক ঠিক সংলাপ আওড়াতে লাগল। শুটিং চলছে। এর মধ্যে হঠাৎ ও উদ্বিগ্ন হয়ে বলে উঠল, “আমরা কি একটু বন্ধ করতে পারি? প্লিজ, আমরা কি শুটিং বন্ধ করতে পারি?” সবার প্রশ্ন, “কেন, কী হয়েছে?” দেখা গেল, আমার নাক দিয়ে রক্ত ঝরছে। কিন্তু এই দৃশ্যের উত্তেজনায় আমি তা বুঝতে পারিনি। সুশান্ত দেখে শুটিং থামিয়েছে। তারপর আমার প্রাথমিক চিকিৎসা হলো। খানিক বাদে সুস্থ হয়ে আবার শুটিং শুরু হলো।’

ছবি মুক্তির আগে সুশান্তকে উৎসর্গ করে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছেন সানজানা সাংঘি।

ছবি মুক্তির আগে সুশান্তকে উৎসর্গ করে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছেন সানজানা সাংঘি। সিনেমায় সুশান্তের নাম থাকে ইমানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে মান্নি। সানজানা লিখেছেন, ‘আমার মান্নি, আমি জানি, তুমি ওপর থেকে সব দেখছ। আর মুচকি হেসে আমাদের আশীর্বাদ করছ। আমার আর আমাদের পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি এটা। আমাদের দুজনকেই তুমি যে শক্তি, সাহস আর অনুপ্রেরণা দিয়েছ, তা এই অন্ধকার মেঘের মধ্যেও সূর্যের আলো হয়ে উঁকি দিচ্ছে। অবশেষে দিনক্ষণ চলেই এল। এখন সময় সব ভুলে কেবল সুশান্তের শেষ ছবি উদ্যাপন করার।’

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago