ফেসবুক পেজ বদলে যাচ্ছে

প্রথম আলো : ফেসবুক পেজের জন্য নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগের এই সাইট। নতুন নকশায় ‘লাইক’ গোনার ফিচারটি সরিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক পেজকে আরও পরিচ্ছন্ন ও সহজে পড়ার মতো লেআউট তৈরি করা হচ্ছে। যাঁরা ফেসবুকের পেজ চালান, তাঁদের জন্য ফেসবুক ব্যবস্থাপনা করা আরও সহজ হবে।

ইতিমধ্যে ফেসবুক পেজের নতুন ফিচারগুলো সীমিত কিছু পেজে পরীক্ষা করে দেখা হচ্ছে। মোবাইল অ্যাপে নতুন নকশা দেখতে পাচ্ছেন অনেকে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক পেজের নতুন ফিচার ও নকশা শিগগিরই বাড়ানো হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন তারকা, লেখক, কনটেন্ট নির্মাতা ও কিছু সংবাদমাধ্যমের পেজে পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরও সহজ হবে, কারণ এতে জটিল বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পেজের ব্যবহার বাড়াতে নতুন নকশা প্রয়োজন হয়ে পড়েছিল। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের অনেক মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে অনলাইন কমিউনিটিতে সক্রিয় থাকছেন। পেজের হালনাগাদ নকশায় কোনো পেজের গুরুত্বপূর্ণ তথ্য দেখা দর্শকের জন্য সহজ হবে। এতে সহজে দর্শক পেজের পোস্ট খুঁজে পাবে।

নতুন নকশায় পেজ থেকে পেজ লাইক বাটনটি ও পেজ লাইক সংখ্যাটি বাদ যাবে। এখানে পেজে শুধু ‘ফলো’ বাটন ও ‘ফলোয়ার কাউন্ট’ বাটনটি থাকবে। এতে পেজের সত্যিকারের রিচ বোঝা যাবে। অনেক মানুষ বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন বছরের পর বছর ধরে। কিন্তু নিউজ ফিড থেকে এগুলো আনফলো করে রাখেন। কারণ, এতে তাঁদের আর আগ্রহ থাকে না। অনেক সময় পেজ লাইকের অনুরোধে কেবল তিনি তাতে লাইক দিয়ে রাখেন, কিন্তু কোনো পোস্ট দেখেন না। অর্থাৎ, পেজে আগ্রহীদের প্রকৃত সংখ্যা বোঝা যায় না।

হালনাগাদ অপশনে পেজ ফলোজ কাউন্ট দেখানোর মাধ্যমে কতজন প্রকৃতপক্ষে তাঁদের নিউজফিডে পেজের হালনাগাদ কনটেন্ট দেখতে পাবেন, তা জানা যায়।

ফেসবুক পেজে বর্তমানে লাইক ও ফলো—দুটি অপশন থাকায় বিষয়টি তালগোল পাকায় এবং জটিল মনে হয়। যখন কেউ পেজ লাইক দেয়, সেটি স্বয়ংক্রিয় ফলো অপশন চালু হয়ে যায়। আবার কেউ যেকোনো সময় সেটিংস অপশনে গিয়ে ফলো অপশনটি বন্ধ করে রাখতে পারে। পেজের মালিকেরা এতে দ্বিধায় থাকেন। পেজের অনুসারীদের সক্রিয় রাখতে এবং পেজে আগ্রহীদের টানতে এ বাটন কোনো কাজে আসে না।

নতুন হালনাগাদ আসলে পেজ ব্যবস্থাপকেরা চাইলে ফলোয়ারদের নিউজ ফিডে গিয়ে যুক্ত হতে পারবেন এবং ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজের যাওয়া–আসার কাজও সহজ হবে। এ ছাড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দিষ্ট কাজ ভাগ করে অ্যাডমিন অ্যাকসেস অনুমতি দেওয়া যাবে। এ জন্য নতুন করে ‘এডিট অ্যাকসেস’ নামে ফিচার যুক্ত হচ্ছে, যাতে নির্দিষ্ট কাজ ঠিক করে দেওয়া যাবে।

tawhid

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago