বাচ্চা যদি মোটা না হয়, তাহলেই সমস্যা

প্রথম আলো : বিশ্ব ক্রিকেটে ফিটনেসের ক্ষেত্রে বিরাট কোহলি অন্যতম সেরা উদাহরণ। নিজেকে ফিট রাখার জন্য নিরামিষভোজী হয়ে গেছেন ভারত অধিনায়ক। বয়সভিত্তিক ক্রিকেটে পার করার পরই নিজের ফিটনেসের ওপর নজর দিয়েছিলেন। প্রতিশ্রুতিশীল থেকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বনে এর ফল পেয়েছেন। কিন্তু কাজটা বেশ কঠিন ছিল তাঁর জন্য। ছোটবেলায় একটু স্থূল কোহলির জন্য কাজটা কঠিন করে তুলেছিলেন তাঁর মা।

ভারতীয় ক্রিকেট বোর্ড ফিটনেস নিয়ে কোহলি ও মায়াঙ্ক আগারওয়ালের কথোপকথন তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। সেখানেই কোহলি জানালেন মায়ের স্নেহ এড়িয়ে ফিট হওয়াটা কতটা কঠিন ছিল তাঁর জন্য। ছেলেকে পেট ভরে খাওয়ার জন্য মায়ের অনুযোগ এড়িয়ে ফিট থাকার গল্পটা জানিয়েছেন কোহলি, ‘আমার মা বলত, আমি দুর্বল হয়ে যাচ্ছি। এটা খুব নিয়মিত ঘটনা, সব মা-ই বলবে। তারা দুশ্চিন্তা আর একটি খেলার জন্য পেশাদারিত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির ফিটনেসের গল্প বলার সময় তাঁর শৈশব ও কৈশোরের ছবি ব্যবহার করা হয়। সেসব ছবিতে বেশ মোটাসোটা দেখায় কোহলিকে। কারণটাও জানিয়েছেন কোহলি, ‘(মায়ের চোখে) যদি কোনো বাচ্চাকে মোটা না দেখায়, তার মানে ওর কোনো সমস্যা আছে কিংবা অসুস্থ। সুতরাং আমাকে সব সময় এমনভাবে রাখা হতো যাতে অসুস্থ মনে না হয়। প্রায় প্রতিদিন তাকে বোঝাতে হতো যে আমি অসুস্থ না এবং আমি যা করছি, সেটা খেলার জন্য করছি। তাকে বোঝানো কঠিন ছিল।’

একদিকে প্রিয় সব খাবারের লোভ এড়ানোর মানসিক কষ্ট, অন্যদিক মায়ের আরেকটু খাওয়ার অনুরোধ উপেক্ষা করার কাজটা কত কঠিন ছিল, সেটাও জানিয়েছেন কোহলি, ‘মাঝেমধ্যে খুব হাসি পেত, কিন্তু আবার বিরক্তও লাগত। কারণ, একটা নিয়ম অনুসরণ করছি আর পরদিন ঘুম থেকে ওঠার পর শুনতে হতো “তোকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে”…হা হা, মজার সময় ছিল।’

পেশাদার ক্রিকেটে সাফল্য পেতে এভাবে আত্মত্যাগ করতে পেরেছেন বলেই এখন ক্রিকেটের সর্বোচ্চ চূড়ায় কোহলি।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago