ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি
তবু কেউ শুনছে না
কোন অলি গলি।
কাজ নেই আয় নেই
জামাটাও গায় নেই
কিভাবে কেমন করে
বলো আমি চলি?
ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি।
কার কথা শুনে কে
আমাকেও গুনে কে
বেশি কথা বললেই
কান দেবে মলি
ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি।
হাসপাতালেও গেলে
ডাক্তার বাবু
খেতে বলে দুধ মেখে
ঘন ঘন সাবু
শক্তির অভাবেই
আমি পড়ি ঢলি
ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি।
ঘরে কোন সুখ নেই
বলবার মুখ নেই
কান্নায় ভেঙে পরে
ছোট মেয়ে জলি
ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি।
রান্নার হাড়ি নেই
থাকবার বাড়ি নেই
এতো কথা মুখ খুলে
কাকে গিয়ে বলি?
ভালো নেই ভালো নেই
চিল্লিয়ে বলি।
তোমার প্রিয় বন্ধু হতে আমার করে ভয়
তুমি ভীষণ দুষ্ট ছেলে কখন কী যে হয়
যখন তখন ঝগড়া করো বিপদ আনো ডেকে
দুষ্ট লোকের মন্দ কথা কেউ কি কভু শেখে?
তোমার প্রিয় বন্ধু হতে আমার করে ভয়
তোমার কাজে নেই কোন সাজ সবই যে নয় ছয়
আমি যখন পড়তে বসি তখন ওড়াও ঘুড়ি
বন্ধু হয়ে তোমার পিছু কেমন করে ঘুরি?
তোমার প্রিয় বন্ধু হতে আমার করে ভয়
তুমি শুধু নষ্ট করো শুধুই করো ক্ষয়
পড়ালেখায় নেই কোন মন কেবল করো খেলা
হেলায় হেলায় দাও কাটিয়ে সন্ধ্যা দুপুর বেলা।
তুমি আমার বন্ধু হবে যেদিন হবে সৎ
স্যারের কাছে বলতে হবে নাকে দিয়ে খত।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…