জলবায়ু উদ্বাস্তু পরিবারের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন কাল

সুজাউদ্দিন রুবেল : কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য তৈরি দেশের বিশাল আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন আগামীকাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উদ্বাস্তু ৬শ পরিবার পাবে এসব ভবনে মাথা গোঁজার ঠাঁই।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০টি বহুতলভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। আধুনিক মানের আশ্রায়ণ প্রকল্পে সকল সুবিধা নিশ্চিত করে তালিকাভুক্ত সকল পরিবারকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

কক্সবাজার জেলা প্রশাসন জানান, ২০১৮ সালে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হয়। বিমানবন্দর লাগোয়া কুতুবদিয়াপাড়া, নাজিরারটেক ও সমিতিপাড়ার জমি অধিগ্রহণের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য প্রথম পর্যায়ে কুতুবদিয়াপাড়ার ৬শ পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে।

কক্সবাজার বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার পূর্বে অধিগ্রহণ করা হয় ২৫৩ দশমিক ৩৫০ একর জমি। এ প্রকল্পে ১৩৯টি পাঁচতলা ভবন ছাড়া ১০ তলার আরেকটি দৃষ্টিনন্দন ভবন হচ্ছে। ভবনটির নামকরণ হয়েছে ‘শেখ হাসিনা টাওয়ার’। এ পর্যন্ত পাঁচ তলা বিশিষ্ট ১৯টি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। প্রতিটি ভবনে ফ্ল্যাট রয়েছে ৩২টি করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার বলেন, উদ্বাস্তু পরিবারগুলোর তালিকা থেকে লটারির মাধ্যমে ১৯টি ভবনের জন্য ৬শ জনকে চিহ্নিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

এদিকে কক্সবাজার শহর থেকে সাত কিলোমিটার উত্তরে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের জন্য বাঁকখালী নদীর ওপর তৈরি হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৫৯৫ মিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এটি প্রধানমন্ত্রীর চিন্তাপ্রসূত একটা প্রকল্প। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে জলবায়ু উদ্বাস্তু হয়ে উপকূলীয় এলাকা থেকে কক্সবাজার শহরের বিমান বন্দরের আশপাশে যারা মানবেতর জীবনযাপন করছিল, তাদের জন্যই মূলত প্রধানমন্ত্রীর উদ্যোগ।

জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে মোট সাড়ে ৪ হাজারের অধিক পরিবারকে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের প্রকল্প একনেকে বিবেচনাধীন রয়েছে। এটা অনুমোদন হলে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এরপর অবশিষ্ট উদ্বাস্তু পরিবারগুলোকেও সেখানে নিয়ে যাওয়া হবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago