আন্তর্জাতিক

মাস্ক পরে দেশপ্রেম দেখান: ট্রাম্প

প্রথম আলো : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি পরিস্থিতি ভালো হওয়ার আগে বরং আরও খারাপ হতে পারে। গতকাল মঙ্গলবার ভাইরাস নিয়ে ট্রাম্প যে ব্রিফিং দেন, এতে একেবারেই স্বর পাল্টে ফেলেছেন তিনি। তিনি মার্কিন নাগরিকদের সবাইকে মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘এর একটা প্রভাব রয়েছে। দেশপ্রেম দেখান।’ সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


অবশ্য বরাবরের মতো এদিনও মুখে মাস্ক ছিল না ট্রাম্পের। এর আগে মাস্ক পরা নিয়ে নেতিবাচক নানা মন্তব্য করেন ট্রাম্প। এমনকি এগুলো অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন। তবে আমেরিকাজুড়ে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সহযোগীরা ট্রাম্পকে আরও মেপেজোখে চলার জন্য চাপ দেন। সব মিলিয়ে গতকাল ট্রাম্প করোনার সংক্রমণ যে আরও খারাপ রূপ নিতে পারে, এমনটা স্বীকার করে নেন ট্রাম্প।


বরাবরই ব্যতিক্রমী মন্তব্য করে আলোচিত হয়ে আসছেন ট্রাম্প। এপ্রিলে তিনি হোয়াইট হাউসে ভাইরাস নিয়ে দেওয়া ব্রিফিংয়ে পরামর্শ দেন, মানুষের মধ্যে জীবাণুনাশক ইনজেকশন দিয়ে ভাইরাসটির চিকিৎসা করা যেতে পারে। এরপর কয়েক দিন পর নিয়মিত এই ব্রিফিং বন্ধ ছিল। পরে গতকাল এই মাসে প্রথমবারের মতো ব্রিফিং করেন ট্রাম্প। গতকাল তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে এটি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। এমন কিছু আমি বলতে চাই না, তবে এটাই হচ্ছে।’


হার্ড ইমিউনিটি এই ভাইরাসের প্রকোপ কমাতে সাহায্য করে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সবাইকে বলছি, আপনি যখন সামাজিকভাবে দূরত্ব বজায় রাখতে সক্ষম হচ্ছেন না, তখন মাস্ক পরুন, সঙ্গে রাখুন। আপনার মাস্ক পছন্দ হোক বা না হোক, এর প্রভাব রয়েছে, এর একটি প্রভাব থাকবে।’ কোভিড-১৯-কে প্রায়ই ‘চায়না ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। গতকাল ব্রিফিং রুমে তাঁর পকেট থেকে একটি মাস্ক বের করে দেখান, তবে তা তাঁকে পরতে দেখা যায়নি।


হোয়াইট হাউসের এক গবেষণা অনুযায়ী বলা হচ্ছে, নভেম্বরের ১ তারিখ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রের ২ লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে। ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যের গভর্নররা খুব, খুবই কঠিন কাজ করছেন। এ সময় তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কথা উল্লেখ করে বলেন, খুবই কঠিন পরিস্থিতিতে আছে।

tawhid

Recent Posts

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

12 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

17 hours ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

17 hours ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

2 days ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

3 days ago