মাস্ক পরে দেশপ্রেম দেখান: ট্রাম্প

প্রথম আলো : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি পরিস্থিতি ভালো হওয়ার আগে বরং আরও খারাপ হতে পারে। গতকাল মঙ্গলবার ভাইরাস নিয়ে ট্রাম্প যে ব্রিফিং দেন, এতে একেবারেই স্বর পাল্টে ফেলেছেন তিনি। তিনি মার্কিন নাগরিকদের সবাইকে মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘এর একটা প্রভাব রয়েছে। দেশপ্রেম দেখান।’ সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


অবশ্য বরাবরের মতো এদিনও মুখে মাস্ক ছিল না ট্রাম্পের। এর আগে মাস্ক পরা নিয়ে নেতিবাচক নানা মন্তব্য করেন ট্রাম্প। এমনকি এগুলো অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন। তবে আমেরিকাজুড়ে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সহযোগীরা ট্রাম্পকে আরও মেপেজোখে চলার জন্য চাপ দেন। সব মিলিয়ে গতকাল ট্রাম্প করোনার সংক্রমণ যে আরও খারাপ রূপ নিতে পারে, এমনটা স্বীকার করে নেন ট্রাম্প।


বরাবরই ব্যতিক্রমী মন্তব্য করে আলোচিত হয়ে আসছেন ট্রাম্প। এপ্রিলে তিনি হোয়াইট হাউসে ভাইরাস নিয়ে দেওয়া ব্রিফিংয়ে পরামর্শ দেন, মানুষের মধ্যে জীবাণুনাশক ইনজেকশন দিয়ে ভাইরাসটির চিকিৎসা করা যেতে পারে। এরপর কয়েক দিন পর নিয়মিত এই ব্রিফিং বন্ধ ছিল। পরে গতকাল এই মাসে প্রথমবারের মতো ব্রিফিং করেন ট্রাম্প। গতকাল তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে এটি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। এমন কিছু আমি বলতে চাই না, তবে এটাই হচ্ছে।’


হার্ড ইমিউনিটি এই ভাইরাসের প্রকোপ কমাতে সাহায্য করে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সবাইকে বলছি, আপনি যখন সামাজিকভাবে দূরত্ব বজায় রাখতে সক্ষম হচ্ছেন না, তখন মাস্ক পরুন, সঙ্গে রাখুন। আপনার মাস্ক পছন্দ হোক বা না হোক, এর প্রভাব রয়েছে, এর একটি প্রভাব থাকবে।’ কোভিড-১৯-কে প্রায়ই ‘চায়না ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। গতকাল ব্রিফিং রুমে তাঁর পকেট থেকে একটি মাস্ক বের করে দেখান, তবে তা তাঁকে পরতে দেখা যায়নি।


হোয়াইট হাউসের এক গবেষণা অনুযায়ী বলা হচ্ছে, নভেম্বরের ১ তারিখ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রের ২ লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে। ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যের গভর্নররা খুব, খুবই কঠিন কাজ করছেন। এ সময় তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কথা উল্লেখ করে বলেন, খুবই কঠিন পরিস্থিতিতে আছে।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago