পাঁচ হাজার বছর আগে প্রথম বিমান উড়িয়েছিলেন রাবণ, দাবি শ্রীলঙ্কার

সমকাল : বর্তমানের অনেক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কার বহু শতাব্দী আগে ভারতে হয়েছে, এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও হাজার হাজার বছর আগে ভারতে ইন্টারনেটের প্রচলন ছিল, এমন তথ্য আবিষ্কার করে বসেছিলেন। সনাতন ধর্মের মহাকাব্য রামায়নে প্রথম বিমানের কথাটি উল্লেখ করা হয়, গত বছরের সেপ্টেম্বরে এমন বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী সত্যপাল সিংয়ের মুখ দিয়েও বেরিয়েছিল এমন কথা। এসব কথা অবশ্য খোদ ভারতেও খুব একটা পাত্তা পায়নি। তবে বিমান নিয়ে নতুন দাবি করেছে শ্রীলঙ্কা। দেশটির সরকার বলেছে, রামায়নে উল্লেখ করা বিমানের উদ্ভাবক ছিলেন রাম নন, রামের প্রাণের শত্রু রাবণ। এ নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গবেষণার কাজও শুরু হতে যাচ্ছে বলেও জানা গেছে। খবর নিউজ এইটিনের।

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বে প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ রামায়ণের কাহিনি অনুযায়ী, শ্রীলঙ্কার শাসক ছিলেন রাবণ৷ আকাশপথেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন৷ হিন্দু মতে, রাবণকে দানব রূপে দেখা হলেও শ্রীলঙ্কায় রাবণকে ঘিরে নানা রহস্যময় লোকগাঁথা রয়েছে৷ দ্বীপরাষ্ট্রের প্রাক্তন রাজা হিসেবে রাবণকে যেমন সেখানে শ্রদ্ধার চোখে দেখা হয়, তেমনই শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই!

এবার এই দাবিকেই স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকারও৷ সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির পক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ এরই মধ্যে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷ ‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্য হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago