আন্তর্জাতিক

পাঁচ হাজার বছর আগে প্রথম বিমান উড়িয়েছিলেন রাবণ, দাবি শ্রীলঙ্কার

সমকাল : বর্তমানের অনেক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কার বহু শতাব্দী আগে ভারতে হয়েছে, এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও হাজার হাজার বছর আগে ভারতে ইন্টারনেটের প্রচলন ছিল, এমন তথ্য আবিষ্কার করে বসেছিলেন। সনাতন ধর্মের মহাকাব্য রামায়নে প্রথম বিমানের কথাটি উল্লেখ করা হয়, গত বছরের সেপ্টেম্বরে এমন বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী সত্যপাল সিংয়ের মুখ দিয়েও বেরিয়েছিল এমন কথা। এসব কথা অবশ্য খোদ ভারতেও খুব একটা পাত্তা পায়নি। তবে বিমান নিয়ে নতুন দাবি করেছে শ্রীলঙ্কা। দেশটির সরকার বলেছে, রামায়নে উল্লেখ করা বিমানের উদ্ভাবক ছিলেন রাম নন, রামের প্রাণের শত্রু রাবণ। এ নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গবেষণার কাজও শুরু হতে যাচ্ছে বলেও জানা গেছে। খবর নিউজ এইটিনের।

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বে প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ রামায়ণের কাহিনি অনুযায়ী, শ্রীলঙ্কার শাসক ছিলেন রাবণ৷ আকাশপথেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন৷ হিন্দু মতে, রাবণকে দানব রূপে দেখা হলেও শ্রীলঙ্কায় রাবণকে ঘিরে নানা রহস্যময় লোকগাঁথা রয়েছে৷ দ্বীপরাষ্ট্রের প্রাক্তন রাজা হিসেবে রাবণকে যেমন সেখানে শ্রদ্ধার চোখে দেখা হয়, তেমনই শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই!

এবার এই দাবিকেই স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকারও৷ সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির পক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ এরই মধ্যে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷ ‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্য হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷

tawhid

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

12 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

17 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

17 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

1 day ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 days ago