দীর্ঘ বিরতিতে মরচে ধরেছে ক্রিকেটারদের ফিটনেসে

প্রথম আলো: সূর্য তখনো তাপ দেওয়া শুরু করেনি। মুশফিকুর রহিম পূর্বনির্ধারিত সূচি ভেঙে আগেই চলে এসেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদারের উপস্থিতিতে রানিং করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এত সকালে মুশফিককে দেখে খুব একটা অবাক হননি প্রায় চার মাস পর মাঠে ফেরা সাংবাদিকেরা। মুশফিকের ক্ষেত্রে তো এটাই হওয়ার কথা। অনুশীলনের ব্যাপারে যে তিনি বরাবরই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র! সবার আগে আসবেন, যাবেন সবার পরে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চার মাস খেলার বাইরে থাকায় মুশফিকের অনুশীলন ক্ষুধা যেন আরও বাড়িয়ে দিল। আজ প্রথমবারের মতো মিরপুরে অনুশীলনের সুযোগ পেয়ে আগেই মাঠে চলে এলেন।

বিসিবি সূচি অনুযায়ী সকাল ৯টায় ইনডোরে ব্যাটিং শেষে রানিং করার কথা মুশফিকের। সূচি পাল্টে সাড়ে আটটায় রানিং করতে নেমে যান মুশফিক। ৩০ মিনিট রানিং শেষে ১ ঘণ্টার বিশ্রাম শেষে ১০টায় যান ব্যাটিং করতে। এক ঘন্টা বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করে মাঠ ত্যাগ করেন মুশফিক।

মুশফিকের আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। সকাল ৯টা থেকে এক ঘন্টা ব্যাটিং শেষে মিঠুনকে একাডেমী মাঠে রানিং করতে দেখা যায়। ১১টার পর ব্যক্তিগত অনুশীলন করতে আসেন পেসার শফিউল ইসলাম। ৩০ মিনিট রানিং করে হাঁপাতে হাঁপাতে একাডেমী মাঠের এক প্রান্তে বিশ্রাম নিতে বসেন এই পেসার।

শফিউলের মতো কাহিল না হলেও মুশফিক, মিঠুনরাও রানিং শেষে দম ফালাতে পারছিলেন না। মুশফিক ৩০ মিনিট রানিং শেষে তো প্রায় ১৫ মিনিট একাডেমির ঘাসেই শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ৪ মাস প্রতিযোগিতাপূর্ণ খেলার বাইরে থাকার স্পষ্ট প্রভাব দেখা গেল জাতীয় দলের তিন ক্রিকেটারদের ফিটনেসে।

অনুশীলন শেষে মিঠুন যেমন বলছিলেন, ‘আমরা দীর্ঘ চার মাস পর মাঠে অনুশীলন করার সুযোগ পাচ্ছি। ব্যাটিং, রানিং-সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা সব কিছুই ঘরের ভেতর করেছি। মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি দিনে দিনে সব আগের মতোই ফিরে পাব।’

সিলেট ও খুলনায় জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন। সিলেটে পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং খুলনায় দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও উইকেট কিপার নুরুল হাসান অনুশীলন করেছেন। চট্টগ্রামে স্পিনার নাঈম হাসানের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে নাঈমের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যাওয়া হয়নি।

tawhid

Recent Posts

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

4 hours ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

3 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

3 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

3 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

4 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

4 days ago