সন্তোষ কুমার শীল এর দুইটি ছড়া

১. পাখিরা ফিরবে

বসে বসে থেকে অলসতা মেখে
ভুলতে বসেছি সব
পাশে নেই সুজন পাখিদের কূজন
হইচই কলরব।
চিনিনা এখন আত্মীয় স্বজন
আসা যাওয়া নেই বলে
ঘরটা ছাড়িনি যেতেও পারিনি
কতো উৎসব গেলো চলে।
কান পেতে শোনা নেই আনাগোনা
স্তব্ধ নিঝুম রাতি
অজানা কোন্ রোগে স্বজন বিয়োগে
মুঠোফোনে শুধু মাতি।
আছি সচেতন পাচ্ছি বেতন
ক্লাস করে যাই নেটে
ছাত্র ছাত্রী দিবস রাত্রি
পড়ছে খেটে খেটে।
দিবস রজনী আসে না স্বজনই
একঘরে হলো সবে
এই সমস্যা কেটে অমাবস্যা
কখন সকাল হবে?
নেই মনে সুখ বুক ভরা দুখ
হাসিও মলিন হলো
এমনি করে কতোকাল ধরে
চলবে অগোছালো?
কতোদিন ধরে অনেকের ঘরে
উনুন জ্বলে না রাতে
এই দুর্যোগে সবে একযোগে
থাকতে পারিনা সাথে।
এই মহামারী ভুলতে কি পারি
জনমে দেখেনি কেউ
নেই কোন সুধা চারিদিকে ক্ষুধা
উতালপাতাল ঢেউ।
ভালো পরিবেশ প্রিয়এ স্বদেশ
একদিন পাবে ফিরে
সুখের পরশে ভীষণ হরষে
পাখিরা ফিরবে নীড়ে।

২. নামকরা লিখিয়ে

করোনার বন্ধে
তাল, লয়, ছন্দে
ছড়াকার উৎসবে মেতেছে
দুই চোখে দীপ্তি
মনে খুব তৃপ্তি
বহু ছড়া নিজ হাতে গেঁথেছে।
চারপাশে আলো ছায়া
দেখে চোখে নিজ কায়া
লিখবার সাধ তার জাগলো
দুপাশের প্রতিবেশি
দেখলেন গতিবেশি
হিংসার ছোবল টা লাগলো।
তবুও সে থামেনি
একটুও ঘামেনি
কলমটা চলছে তো চলছে
কত লোক কত কথা
দেখে তার নিরবতা
ভিতরে ভিতরে শুধু জ্বলছে।
দেয় গালমন্দ
খুঁজে শুধু গন্ধ
কুৎসা রটায় তার পাড়াতে
মুখে নেই শব্দ
নিরব নিস্তব্ধ
চায় না সে শত্রুকে মাড়াতে।
করে সংকল্প
লিখে যায় গল্প
হতে চায় নামকরা লিখিয়ে
হতে অগ্রগন্য
কবিতার জন্য
জীবন টা দেবেই সে বিকিয়ে।

nupa alam

Recent Posts

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

13 hours ago

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

18 hours ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

3 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

3 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

4 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

4 days ago