উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করলেন মুসলিম যুবক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের চলাচলের অনুপযোগী একটি গ্রামীণ সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন মুসলিম সম্প্রদায়ের এক যুবক।

এটি টাকার অংকের চাইতে হাল সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় অনুকরণীয় দৃষ্টান্তই বটে।

শনিবার দুপুরে রাজাপালং ইউনিয়নের শৈলেরডেবা গ্রামের বৌদ্ধ মন্দিরে যাতায়তের একমাত্র গ্রামীণ সড়কটি সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

দীর্ঘ ৪ শত ফুটের গ্রামীণ এ সড়কটি বর্ষার বৃষ্টির পানিতে কাদাপূর্ণ হওয়ায় হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শৈলেরডেবা গ্রামের অর্ধ-শত বৌদ্ধ পরিবারের লোকজনের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। আর স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি নজরে এলে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন হেলাল উদ্দিন নামের মুসলিম সম্প্রদায়ের এক যুবক। সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে ২০ সহস্রাধিক টাকা।

মানবিকপ্রাণ এ যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার বাসিন্দা বখতিয়ার আহমদের ছেলে হেলাল উদ্দিন। তার পিতা রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

হেলাল উদ্দিন বলেন, স্থানীয় ইউপি সদস্যের সন্তান হিসেবে এলাকার সর্বসাধারণের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তারা এলাকার সমস্যা-সংকটের কথা তাকে ( হেলাল ) জানাতো। গত ৩ দিন আগে শৈলেরডেবা গ্রামের লোকজন বৌদ্ধ মন্দিরে চলাচলের একমাত্র গ্রামীণ সড়কটি বর্ষায় বৃষ্টির পানিতে কাদাপূর্ণ হয়ে অনুপযোগী হয়ে পড়ার খবর দেয়। এসময় তারা ( স্থানীয় বাসিন্দা ) দুর্ভোগে থাকার কথাও বলেন।

এ নিয়ে কয়েকদিনের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেন বলে জানান তিনি।

হেলাল বলেন, চলাচলের অনুপযোগী হয়ে পড়া গ্রামীণ সড়কটির ইতিমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। এটির কাজ শুরু হতে আরো মাস-দেড়ক সময় লাগবে। কিন্তু বর্ষায় সড়কটি কাদাপূর্ণ হয়ে পড়ায় চলাচলের অনুপযোগী উঠে।

“ দীর্ঘ ৪ শত ফুট দীর্ঘ সড়কটি আপাতত ইট ও বালু দিয়ে সলিং করা হয়েছে। যাতে অন্তত বর্ষা মৌসুমটা পর্যন্ত স্থানীয় লোকজন হাটা চলা সেই উপযোগী করে তোলা হয়েছে। ”

সড়কটির সংস্কারকাজে ২০ হাজারের বেশী নিজ অর্থায়নে খরচ করেছেন বলে জানান মানবিক এ যুবক।

এদিকে দুর্ভোগে থাকা শৈলেরডেবা গ্রামের সুশীল বড়ুয়া বলেন, গ্রামীণ এ সড়কটি বৌদ্ধ মন্দিরে যাতায়তের জন্য স্থানীয় বাসিন্দাদের একমাত্র মাধ্যম। সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করে দেয়ায় স্থানীয়রা খুশি হয়েছেন। এ জন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন হেলাল উদ্দিনের প্রতি।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago