কোভিড-১৯: হাসপাতালে ভর্তি করা হল ঐশ্বরিয়া, আরাধিয়াকে

বিডিনিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলিউড চিত্রনায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছর বয়সী মেয়ে আরাধিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে মায়ের পাশাপাশি আরাধিয়া, তার বাবা অভিষেক বচ্চন ও দাদা অমিতাভ বচ্চনের শরীরেও কোভিড-১৯ ধরা পড়েছিল।

রোববার এক টুইটে ৭৭ বছর বয়সী বলিউড সুপারস্টার অমিতাভ তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার খবর নিশ্চিত করেন।

পরে একাধিক টুইটে অভিষেক তার নিজের, ৪৬ বছর বয়সী স্ত্রী ও মেয়ে আরাধিয়ার ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান।

তবে অভিষেকের মা জয়া বচ্চনের দেহেই কোভিড-১৯ পাওয়া যায়নি।

ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই অভিষেক ও অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বরিয়া ও আরাধিয়া বাড়িতেই আইসোলেশনে ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম মেয়েসহ ঐশ্বরিয়ার হাসপাতালে ভর্তির কথা জানায়।

দেশটিতে শনিবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৪ হাজার ৮৮৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৩৮ হাজার ৭১৬।

একদিনে ৬৭১ জনের মৃত্যু নিয়ে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও ২৬ হাজার ছাড়িয়ে গেল।

দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেই শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখের কাছাকাছি পৌঁছে গেছে। মহারাষ্ট্রের মধ্যে মুম্বাইকে ভাইরাস সংক্রমণের অন্যতম ‘হটস্পট’ বলা হচ্ছে; বচ্চন পরিবারের বাসও এ মুম্বাইয়ে।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago