Categories: বিনোদন

লকডাউনে সেলুনে রণবীর

প্রথম আলো: স্বাভাবিক ছন্দে ফিরতে তৎপর বলিউড। তাই বাসায় বসেই আগামী ছবির প্রস্তুতি নিতে শুরু করেছেন বলিউড তারকারা। দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, কৃতি শ্যনন, অক্ষয় কুমারসহ অনেক তারকাই তাঁদের আগামী ছবির জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন। এদিকে লকডাউনের মধ্যেই রণবীর সিং হাজির বান্দ্রার সেলুনে। তবে চুল কাটাতে নয়, নতুন চুলের স্টাইলের জন্য সেলুনে গিয়েছিলেন তিনি।

রণবীর এখন আগামী ছবিতে তাঁর নতুন ‘লুক’ নিয়ে রীতিমতো ব্যস্ত। বিটাউনে জোর খবর, জোয়া আখতারের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। জোয়া আখতার পরিচালিত ‘দিল ধড়কানে দো’, ‘গালি বয়’ ছবিতে কাজ করেছেন রণবীর। এই ছবি দুটিই বক্স অফিসে হিট হয়েছে। বিশেষ করে ‘গালি বয়’ ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল। হলিউডের অস্কারজয়ী ক্রাইম ড্রামা ‘ডিপার্টেড’-এর ছায়া অবলম্বনে জোয়া আখতারের আগামী ছবিটি। তবে তিনি রিমেক করবেন না। কারণ, জোয়া এই ছবির গল্পে অনেক পরিবর্তন আনবেন বলে জানা গেছে। জোয়া এই ছবির স্বত্ব কিনে নিয়েছেন।

জানা যায়, জোয়া তাঁর অপরাধভিত্তিক এই ছবির জন্য রণবীরকে নির্বাচন করেছেন। আর লকডাউনের মধ্যেই রণবীর তাঁর আগামী ছবির নতুন লুকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। রণবীর তাঁর হেয়ার স্টাইলিস্ট দর্শন যোবেলকরের সঙ্গে দেখা করতে তাঁর বান্দ্রার সেলুনে গিয়েছিলেন। এই ক্রাইম ড্রামার লুক টেস্টের জন্য দর্শন নানা ধরনের চুলের স্টাইল পরীক্ষা করেছেন। তবে এখনো হেয়ার স্টাইল চূড়ান্ত হয়নি। দর্শন এর আগে এই বলিউড তারকার সঙ্গে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাল্লি বয়’, ‘৮৩’ ছবিতে কাজ করেছেন।

হেয়ার স্টাইল ছাড়াও রণবীর এই ছবিতে নিজের লুকেরও অনেক পরিবর্তন আনবেন বলে জানা গেছে। এই ক্রাইম ড্রামাতে তাঁকে একদম ঝকঝকে একটি লুকে দেখা যাবে। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর। গুঞ্জন আছে, রণবীরের বিপরীতে ক্যাটরিনা কাইফকে এই ছবিতে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো অফিশিয়াল ঘোষণা এখনো হয়নি। তবে এই কথা সত্য হলে রণবীর-ক্যাটরিনা প্রথমবার একসঙ্গে পর্দায় আসবেন।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago