আন্তর্জাতিক

জাপানে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ

বিডিনিউজ: জাপানে করোনাভাইরাস ঠেকাতে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের দু’মাস পর ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহামারীর দ্বিতীয় পর্যায়ের আশঙ্কা করছে সরকার।

তিন মাসের মধ্যে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৬২২ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জাপানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ৯৮৫ জন।

কেবল রাজধানী টোকিওতেই এদিন আক্রান্তের সংখ্যা ২৮৬, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। এছাড়াও কানজাওয়া, চিবা এবং ওসাকায় উল্লেখযোগ্যহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সরকার বলছে, তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্তের খবরের সপ্তাহ তিনেক পর জানুয়ারিতে জাপানে প্রথম করেনাভাইরাস শনাক্ত হয়েছিল।

৮ এপ্রিল থেকে একমাসের জন্য ৪৭ টি প্রদেশের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত সাতটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই সময় পর্যন্ত আক্রান্ত হয়েছিল ৪ হাজার ১০০ জন, আর মারা গিয়েছিল ৯৩ জন।

এরপর ৬ মে দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সময় আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯৮। সে সময় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০ জন।

দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থা বাড়ানোর ঠিক ১০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে আসে ২৮ জনে। ২৫ মে জরুরি অবস্থা প্রত্যাহার করার সময় দেশ জুড়ে মোট আক্রান্ত হয়েছিল ১৬ হাজার।

জরুরি অবস্থা প্রত্যাহার করলেও জাপানে অফিস-আদালত কার্যত বন্ধ ছিল। ২৫ মে থেকে সরকার নিয়ম বেঁধে দিলে কাজে ফেরে জাপানিরা। ওই সময় মৃতের সংখ্যা ছিল সাড়ে ৭শ ৭৭ জন।

জাপানে হঠাৎ করে কোভিড-১৯ আক্রান্ত বেড়ে যাওয়ায় টোকিও গর্ভনর ইউরোকো কোইকে সাংবাদিকদের বলেন, প্রতিদিন টোকিওয় প্রায় ৪ হাজারের বেশি মানুষ পরীক্ষা করতে আসছে। এটি অতি শঙ্কার বিষয়। আমরা সম্ভবত মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কাছাকাছি চলে এসেছি।

জাপানের অর্থনৈতিক পুনর্বাসনমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন। মধ্য বয়সীরা এখন বেশি আক্রান্ত হচ্ছে। ফের জরুরি অবস্থা জারি করা হবে কিনা তা ভেবে দেখছে সরকার।”

tawhid

Recent Posts

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

3 hours ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

8 hours ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

8 hours ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

1 day ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

2 days ago