জাপানে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ

বিডিনিউজ: জাপানে করোনাভাইরাস ঠেকাতে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের দু’মাস পর ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহামারীর দ্বিতীয় পর্যায়ের আশঙ্কা করছে সরকার।

তিন মাসের মধ্যে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৬২২ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জাপানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ৯৮৫ জন।

কেবল রাজধানী টোকিওতেই এদিন আক্রান্তের সংখ্যা ২৮৬, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। এছাড়াও কানজাওয়া, চিবা এবং ওসাকায় উল্লেখযোগ্যহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সরকার বলছে, তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্তের খবরের সপ্তাহ তিনেক পর জানুয়ারিতে জাপানে প্রথম করেনাভাইরাস শনাক্ত হয়েছিল।

৮ এপ্রিল থেকে একমাসের জন্য ৪৭ টি প্রদেশের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত সাতটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই সময় পর্যন্ত আক্রান্ত হয়েছিল ৪ হাজার ১০০ জন, আর মারা গিয়েছিল ৯৩ জন।

এরপর ৬ মে দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সময় আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯৮। সে সময় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০ জন।

দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থা বাড়ানোর ঠিক ১০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে আসে ২৮ জনে। ২৫ মে জরুরি অবস্থা প্রত্যাহার করার সময় দেশ জুড়ে মোট আক্রান্ত হয়েছিল ১৬ হাজার।

জরুরি অবস্থা প্রত্যাহার করলেও জাপানে অফিস-আদালত কার্যত বন্ধ ছিল। ২৫ মে থেকে সরকার নিয়ম বেঁধে দিলে কাজে ফেরে জাপানিরা। ওই সময় মৃতের সংখ্যা ছিল সাড়ে ৭শ ৭৭ জন।

জাপানে হঠাৎ করে কোভিড-১৯ আক্রান্ত বেড়ে যাওয়ায় টোকিও গর্ভনর ইউরোকো কোইকে সাংবাদিকদের বলেন, প্রতিদিন টোকিওয় প্রায় ৪ হাজারের বেশি মানুষ পরীক্ষা করতে আসছে। এটি অতি শঙ্কার বিষয়। আমরা সম্ভবত মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কাছাকাছি চলে এসেছি।

জাপানের অর্থনৈতিক পুনর্বাসনমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন। মধ্য বয়সীরা এখন বেশি আক্রান্ত হচ্ছে। ফের জরুরি অবস্থা জারি করা হবে কিনা তা ভেবে দেখছে সরকার।”

tawhid

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago