বার্সা শিরোপা হারানোয় ফুঁসছেন মেসি

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমে বার্সেলোনার পারফর‌ম্যান্সে নাখোস লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতে, এভাবে চলতে থাকলে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে হেরে যাবে বার্সা।

বৃহস্পতিবার রাতের ম্যাচে ওসাশুনার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। মৌসুমে যা তাদের ষষ্ঠ হার। অন্যদিকে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। অথচ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লিগ বন্ধ হওয়ার সময়ে টেবিলে শীর্ষে ছিল বার্সা। করোনা পরবর্তী দশ ম্যাচ খেলে চার ম্যাচে পয়েন্ট হারিয়েছে কিকে সেতিয়েনের দল।

ম্যাচ শেষে মোভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সার সেরা তারকা মেসি তাই হতাশা ব্যক্ত করেছেন, ‘আমরা এভাবে মৌসুমটা শেষ করতে চাইনি। শেষ ম্যাচটাই বলে দেয় আমারা কিভাবে মৌসুমটা পার করেছি। আমরা লক্ষ্যহীন, দুর্বল ও জয়ের খুব কম ক্ষুধা নিয়ে মাঠে নেমেছি। অনেক পয়েন্ট হারিয়েছি এবং আজকের ম্যাচটা পুরো মৌসুমের মোটামুটি চিত্র বহন করে।’

মেসি মনে করেন, বার্সার ফুটবলারদের নিজের থেকে আরও বেশি খুঁতখুঁতে স্বভাবের হতে হবে। নিজের সমালোচনা করতে হবে। কারণ দলটা বার্সেলোনা। তাদের সব কিছুই জেতার জন্য খেলতে হবে। রিয়ালের দিকে তাকিয়ে থাকলে হবে না। তার মতে, মাদ্রিদ তাদের কাজটা ঠিকঠাক করেছে। কিন্তু বার্সা তাদের পথটা সহজ করে দিয়েছে।

লিগ শিরোপা হারিয়ে মেসিদের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে। মেসি সতীর্থদের ওই ম্যাচ নিয়ে ভাবতে বললেন। সঙ্গে শঙ্কার কথাও শুনালেন, ‘এভাবে চলতে থাকলে আমরা নাপোলির বিপক্ষে ম্যাচেও জিততে পারবো না। ওই ম্যাচেও আমরা পাড়ের কিনারায় চলে গেছি। আমাদের তাই অরেক কিছু বদলাতে হবে। ওই ম্যাচের আগে কিছুটা বিরতি আছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত চারটি ম্যাচ। যা জিততে পারলে ‍পুরো মৌসুমের হতাশা ধুঁয়ে যাবে।’ 

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago