নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা পুলিশের প্রথম কোন সদস্যের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় ( ডিএসবি) কর্মরত পুলিশ কনস্টেবল ছোটন দেব (২৯) বৃহস্পতিবার ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার ধামদর হাট এলাকার বাতাজুড়ি গ্রামে। তাঁর পিতার নাম সাধন দেব।
ছোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
তিনি বলেন, ‘ছোটন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিল। গত এক সপ্তাহ যাবৎ সে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। সে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, জেলা পুলিশের বিশেষ শাখার দিকে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল ছোটন। প্রিয় সহকর্মী কে হারিয়ে জেলা পুলিশ শোকাহত।বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।আনুষ্ঠানিকতা শেখ ছোটনের গ্রামের বাড়িতেই তাকে দাহ করা হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে গত ৪ মাসে কক্সবাজার জেলায় ১৩৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন ৫০ জন পুলিশ সদস্য।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…