প্রথম আলো : তামিমকে ৭৫ লাখ টাকায় কিনতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। মোস্তাফিজকে কিনতে চেয়েছিল ৬০ লাখ টাকায়। মাহমুদউল্লাহকে কত দামে কিনতে চেয়েছিল তা জানা যায়নি।
আগামী মাসে ত্রিনিদাদে বসছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরের আসর। দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান। কিন্তু করোনা পরিস্থিতি ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কথা মাথায় রেখে তিনজনই ফিরিয়ে দিয়েছেন লোভনীয় সেই প্রস্তাব।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ৭৫ লাখ টাকায় দলে নিতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বাঁহাতি ওপেনার জানালেন, সবকিছু বিবেচনা করে ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব, ‘অনেক কিছু ভাবতে হয়েছে। আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি তো এখনো খুব একটা ভালো না। ওয়েস্ট ইন্ডিজ ও পুরো বিশ্বের বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়—সেটিও ভাবতে হয়েছে।’
পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিতে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা খরচ করতে রাজি ছিল আরেকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনিও। তামিমের মতো মোস্তাফিজও চাইছেন দেশের মাটিতে আগে খেলতে, ‘দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কোথাও যাওয়া কঠিন। অনেকগুলো সিরিজ বাতিল হয়ে গেল। আশায় আছি, সামনে আবার হুট করে যদি কিছু হয়, এ কারণে দেশের হয়ে খেলার আগে কোথাও খেলতে চাইছি না। আর শুনেছি খেলা শুরু হলে, প্রিমিয়ার লিগ দিয়ে হতে পারে। ওটাও ভাবছি।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে ক্যারিবিয়ানে যেতে চান না। তাঁকে দলে নিতে কত টাকা খরচ করতে চেয়েছিল সিপিএলের ফ্র্যাঞ্চাইজি তা অবশ্য জানা যায়নি।
আগামী ১৮ আগস্ট শুরু হয়ে ৬ দলের সিপিএল শেষ হওয়ার কথা ১০ সেপ্টেম্বর। করোনার সব স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হচ্ছে টুর্নামেন্ট।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…