বিশেষ প্রতিবেদক : সবেই তো জীবনবোধের পথচলা শুরু সাউদ সোরাইন সায়ান চৌধুরীর। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বয়স মাত্র ১২ বছর। হাসি-খেলেই তো পার করার কথা শৈশবের কোলাহলময় এ জীবনটির। অথচ এ বয়সেই আক্রান্ত হয়েছে মরণব্যাধী দুরারোগ্য ক্যান্সারে। দীর্ঘদিন ধরে শৈশবী এ দেহ লড়াই করছে ঘাতক ক্যান্সারের বিরুদ্ধে।

সায়ানের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য বাবা-মা সর্বস্ব আর্থিক লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসার আর্থিক অনটন ও সংকটে পড়ে থমকে যেতে বসেছে নিষ্পাপ এ মানবশিশুর জীবন। আর আমাদের সহায়তার দীনতায় যদি সম্ভাবনাময় একটি জীবন থমকে যায়, তাহলে আমরা কি মহাকালের কাছে অপরাধী হয়ে যাবো না? আজ আমাদের সহায়তার হাতই অবলম্বন হতে পারে সায়ানের জীবনগতির একমাত্র নিয়ামক শক্তি। আর এটিই হবে মনুষ্যত্বে মহত্তম দায়শোধও।

তবে আনন্দের বিষয়, সায়ানের জীবন-মৃত্যুর লড়াইয়ের খবর শুনে সহায়তার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের আন্তরিক প্রয়াসে গড়ে তোলা হয়েছে ‘সায়ানের চিকিৎসা সহায়তা তহবিল’। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) ও সায়ানের পরিবারের এক সদস্যের যৌথ পরিচালনায় সোনালী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখায় একটি হিসাব এবং খোলা হয়েছে বিকাশ একাউন্টও। এ তহবিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

এদিকে সাউদ সোরাইন সায়ান চৌধুরীর জীবন বাঁচাতে চিকিৎসার তহবিল সংগ্রহ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলা প্রশাসনের নিজস্ব পেইজে জেলা প্রশাসক একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়িসহ সমাজের সব শ্রেণী-পেশার মানুষের প্রতি অকুণ্ঠ সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন।

‘সায়ানের চিকিৎসা সহায়তা তহবিলে’ অর্থ সহায়তা প্রদানের ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং- ০৯০৩৫০১০১৯৬৮৬, সোনালী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা অথবা বিকাশ ( মার্চেন্ট একাউন্ট ) নং- ০১৮৯২ ৬২৬৩৭০। এছাড়া সরাসরি ফোন করে ০১৭৩৩-৩৭৩১০১ মুঠোফোন নম্বর বা adceduictcoxsbazar@mopa.gov.bd ।

ফেইসবুকের স্ট্যাটাসটিতে জেলা প্রশাসক জানিয়েছেন, “ প্রিয় সুধী, আপনারা জানেন যে; কক্সবাজার জেলা প্রশাসন জেলার সকলের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করে থাকে। আমাদের প্রতিটি কাজে কক্সবাজারের সম্মানিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অকুণ্ঠ সমর্থন পেয়েছি। আপনাদের সমর্থন ও সহায়তা আমাদের আরও ভালো কাজ করার প্রেরণা যোগায়।

আজ আপনাদের নিকট অত্যন্ত মানবিক এক নিবেদন করতে চাই। আমাদের কক্সবাজারের সন্তান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাউদ সোহারান সায়ান চৌধুরীর কঠিন এক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সায়ানের জীবন বাঁচাতে তার বাবা-মা তাদের সবর্স্ব নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। শ্রীঘ্রই তার বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ চিকিৎসার জন্য তাদের ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। এত টাকা তার বাবা-মার কাছে নেই বলে তার চিকিৎসা থেমে যাবার উপক্রম হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সর্বশক্তিমান, সৃষ্টিকর্তার দয়া আর আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া সায়ানের জীবন বাঁচানোর এ লড়াইয়ে জয়ী হওয়া অসম্ভব।

তাই আমি দেশে-বিদেশে অবস্থানরত আপনাদের বিনীত আহবান জানাচ্ছি, সায়ানের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে। একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও সায়ানের পরিবারের এক সদস্যের যৌথ পরিচালনায় একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে, খোলা হয়েছে একটি বিকাশ একাউন্টও। এর যে কোন মাধ্যমে আপনি সায়ানের চিকিৎসা সহায়তা তহবিলে অংশগ্রহণ করুণ। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় জীবন জয়ী হোক। ”

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago