শাহ নিয়াজ : কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে একজন রোহিঙ্গাসহ শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ জন রোহিঙ্গাসহ ৩ হাজার ৬৪ জনে।
মঙ্গলবার রাত ৯ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ অনুপম বড়ুয়া বলেন, মঙ্গলবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ৩১৫ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে ৪৬ জন নতুন করে আক্রান্ত এবং অন্য ৪ জনের ফলোআপ রিপোর্ট। বাকী ২৬৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
” নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে ৩৩ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। অন্যরা জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ৭ জন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ৫ জন এবং একজন আশ্রিত রোহিঙ্গা।
জেলায় নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২৬ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলায় ১ জন। অপরজন আশ্রিত রোহিঙ্গা।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৫৮ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৪ জনে।
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২৩ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…