আন্তর্জাতিক

একের পর এক ছিন্ন মাথার রহস্যটা কী

প্রথম আলো: বাউবাউ সাঙ্গারে শূন্যদৃষ্টিতে একটা জায়গা দেখান। ১০ জুন সকালে ঠিক ওই জায়গাতেই তাঁর ভাই বাকারির ছিন্ন মাথা পড়েছিল। পাশেই ছিল ধর।

আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত শহর ফানা। ২০১৮ সাল থেকে এই শহরে একই কায়দায় মানুষ খুন হচ্ছে। এমন খুনের সবশেষ শিকার ৪০ বছর বয়সী সাবেক সেনাসদস্য বাকারি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফানা শহরে কে কেন কীভাবে এমন করে মানুষ খুন করছে, তা এখন পর্যন্ত রহস্য হয়েই আছে।সাঙ্গারে তাঁর ভাইয়ের খণ্ডবিখণ্ড লাশ পাওয়ার ৪০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পুলিশ আসে। তারা স্থানটি ঘিরে রাখে।

পুলিশ ঘটনাস্থলে একটি লোহার রড পায়। বাড়ির পেছনের দিকে পায় রক্তের ফোঁটা। মোটরসাইকেলের টায়ারের চিহ্নও দেখা যায়।

হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশের তদন্ত কর্মকর্তারা হতবাক। তাঁরা বলছেন, প্রায় একই কায়দায় খুনগুলো হচ্ছে। সম্ভবত ছুরি বা কুড়াল দিয়ে ধর থেকে মাথা ছিন্ন করা হয়। লাশগুলো সাধারণত সকালের দিকেই পওয়া যায়। লাশের পাশে রক্ত পাওয়া যায় না।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, খুনিরা সম্ভবত খুন করে রক্ত সংগ্রহ করে।ঠিক কী কারণে খুনগুলো করা হচ্ছে, এর কোনো অকাট্য প্রমাণ তাঁদের কাছে নেই। নানা পদক্ষেপ নেওয়ার পরও শহরটিতে একের পর এক একই কায়দায় খুন হচ্ছে।স্থানীয় গোত্রপ্রধান আদামা ত্রোর বলেন, ‘একমাত্র স্রষ্টাই জানেন। আমরা জানি না, কারা খুনগুলো করছে।’

শহরটিতে প্রায় ৩৬ হাজার মানুষের বাস। রহস্যময় খুনের ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

tawhid

Recent Posts

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 hours ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 hours ago

টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় ১০ দিন আগে ‘জেল ফেরত’ এক যুবকের…

1 day ago

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০…

2 days ago

টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায়

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের লালদিয়া নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। নাফনদীর টেকনাফের জালিয়ারদিয়া…

2 days ago

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদকে গ্রেপ্তার করা…

2 days ago